যেভাবে মেকআপ ব্রাশ ক্লিন করবেন
আমরা যখন মেকআপ ব্রাশ দিয়ে মুখে ফাউন্ডেশন ও কমপ্যাক্ট পাউডার লাগাই, তখন আমাদের ত্বক থেকে তেল বের হয়ে সহজেই ব্রাশে লেগে যায়। আর পরিষ্কার না করে পরবর্তীতে এই একই মেকআপ ব্রাশ ব্যবহার করলে ত্বকে নানান সমস্যা দেখা দিতে পারে। তাই ব্যবহার অনুযায়ী মাসে অন্তত একবার মেকআপ ব্রাশ পরিষ্কার করুন। এবার তাহলে চলুন সঠিক নিয়মে কীভাবে মেকআপ ব্রাশ ক্লিন করতে হয়, তা জেনে নিই!