নানা কারণে যেকোনো সময় অকেজো হয়ে যেতে পারে এই ওয়াটার পিউরিফায়ার। কয়েকটি বিষয় লক্ষ্য করলেই বোঝা যাবে পিউরিফায়ারটি ঠিকমতো কাজ করছে না। যেমন-
পিউরিফায়ার-এর নলে/কলে শব্দ হলে।
পিউরিফায়ার থেকে পানি লিক করলে।
পানির বাজে স্বাদ পাওয়া গেলে।
পানিতে দুর্গন্ধ পাওয়া গেলে।
ফিল্টার অংশ দিয়ে পানি ভালোভাবে চলাচল না করলে।
পিউরিফায়ার-এর কল থেকে ধীরে পানি পড়লে।
তবে পিউরিফায়ার-এর ধরন অনুযায়ী এই বিষয়গুলো কিছুটা ভিন্ন হতে পারে।
এরপর জানতে হবে কী কারণে ওয়াটার পিউরিফায়ার অকেজো হয়েছে বা ঠিকমতো কাজ করছেনা! যেমন-
পিউরিফায়ারে নির্দেশিত পরিমাণ পানি না দিলে সমস্যা হয়।
বিদ্যুৎ চালিত পিউরিফায়ার-এর ক্ষেত্রে ইলেক্ট্রিক কানেকশনের কারণে ঝামেলা হতে পারে।
পিউরিফায়ার গুলো সাধারণত ‘রিভার্স অসমোসিস (RO)’ প্রক্রিয়ায় কাজ করে। এতে ভেতরে থাকা পাম্পের উপর চাপ পড়ে এবং যন্ত্রটি যেকোনো সময় অকেজো হয়ে যেতে পারে।
ফিল্টারে অতিরিক্ত পানি দিলেও পিউরিফায়ার অকেজো হয়ে যায়।
ফিল্টার চেম্বারের অতিরিক্ত বাতাস আটকে গেলেও পিউরিফায়ার নষ্ট হয়ে যায়। ইত্যাদি।
তো ত্রুটিযুক্ত বা অকেজো ওয়াটার পিউরিফায়ার নিয়ে দিন যাপনের কথা ভাবাই যায়না। মজার বিষয় হচ্ছে, বাসাবাড়িতে ব্যবহৃত পিউরিফায়ারগুলো আকারে ছোট বা মাঝারি এবং সিম্পল কয়েকটা অংশে বিভক্ত থাকে। তাই ছোটো কয়েকটা পার্টস খুলে ধুয়ে মুছে নিলেই দেখা যায় যে এটি আবার আগের মতোই কাজ করছে। আবার কিছু ক্ষেত্রে পার্টস বদলে নেওয়ার ব্যাপারও থাকে।