Unilever logo
Cleanipedia logo

জানালার নেট পরিষ্কারের উপায় আছে কিন্তু হাতের মুঠোয়!

মশা থেকে বাঁচতে আমরা জানালাতে নেট ব্যবহার করি। কিন্তু এতে মশার হাত থেকে কিছুটা রেহাই পেলেও, রেহাই পাওয়া যায় না ধূলো-বালির হাত থেকে

আপডেট করা হয়েছে

Window Net

যেভাবে খুব সহজে জানালার নেট পরিষ্কার করবেন

জানালার নেট পরিষ্কার করা আমরা যতটা ঝক্কির কাজ বলে ধারণা করি, এটি আসলে তেমন ঝামেলার কাজ নয়, যদি না আপনি একটু গুছিয়ে কাজটা করেন। আমাদের ঘরের খুব অল্প কিছু জিনিস দিয়েই জানালার নেট ঝামেলাহীনভাবে পরিষ্কার করা যায়। দেখে নিই তবে, কী কী লাগছে জানালার নেট পরিষ্কার করতে।

আপনার জন্য প্রয়োজনীয়:

  • পুরানো অব্যবহৃত টুথব্রাশ
  • প্লাস্টিকের ব্রাশ
  • স্প্রে বোতল
  • পরিষ্কার কাপড়
  • কুসুম গরম পানি
  • ডিটারজেন্ট পাউডার

জানালার নেট পরিষ্কার করার পদ্ধতি

  1. স্টেপ ১

    প্রথমেই একটি ছোট বালতি বা সুবিধামতো পাত্রে প্রয়োজন অনুযায়ী কুসুম গরম পানি নিতে হবে।

  2. স্টেপ ২

    এবার এই পানিতে অল্প পরিমাণ ডিটারজেন্ট পাউডার নিয়ে মিশিয়ে ফেনা তুলে নিন।

  3. স্টেপ ৩

    এরপর স্প্রে বোতলটি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে, এতে ডিটারজেন্ট মেশানো কুসুম গরম পানি ভরে নিন।

  4. স্টেপ ৪

    জানালার নেটে এবার ডিটারজেন্ট মিশ্রিত পানি স্প্রে করে প্লাস্টিকের ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করুন। দরকার হলে এই প্রক্রিয়াটি ২/৩ বার রিপিট করতে পারেন।

  5. স্টেপ ৫

    এরপর আসুন জানালার চ্যানেলের দিকে। এই নিয়ে অনেকেই বলেন যে, ব্রাশ দিয়ে চ্যানেলের কোণা ভালোভাবে পরিষ্কার করা যায় না। এখানে আপনি বাসায় ফেলে দেয়া পুরানো টুথব্রাশ ব্যবহার করতে পারেন। একটি টুথব্রাশ ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ভিজিয়ে জানালার চ্যানেল ঘষে পরিষ্কার করুন।

  6. স্টেপ ৬

    সবশেষে একটি পরিষ্কার কাপড় দিয়ে নেটসহ জানালা মুছে ফেলুন।

আশা করছি জানালার নেট পরিষ্কার করা নিয়ে আর কোনো বাড়তি ঝামেলা থাকবে না। তবে জানালার নেট ১৫ দিন পরপর একবার করে ঝেড়ে নিলে বেশি ময়লা হতে পারে না।

মূলভাবে প্রকাশিত