ঘর ঝাড়ু দিতে দিতে একটু দাঁড়িয়ে, ডানে-বামে-উপরে তাকাতেই দেখে সিলিং জুড়ে মাকড়সার জাল! ফ্যানটাও কালো হয়ে আছে! কিন্তু কীভাবে পরিষ্কার করবে সিলিং আর ফ্যানের ময়লার ঝাড়, তাই ভাবছে নাবিলা। তাহলে চলুন, নাবিলার সাথে সাথে আমরাও দেখে নিই।
সিলিংয়ে ও ফ্যানে ময়লার ঝাড়? জেনে নিন কীভাবে হবে পরিষ্কার!
“পুরো বাড়ির মেঝে পরিষ্কার করেও কোথা থেকে যে উড়ে উড়ে ময়লা আসে!”- নাবিলা এমন বিরক্তি নিয়ে ঘর পরিষ্কার করে প্রায়ই।
আপডেট করা হয়েছে

আপনার জন্য প্রয়োজনীয়:
- ঝুল ঝাড়ার ঝাড়ু
- স্পঞ্জ
- পরিষ্কার কাপড়
- পানি
- ডিটারজেন্ট
যেভাবে পরিষ্কার করবেন
স্টেপ ০১:
প্রথমেই একটি ঝুল ঝাড়ার ঝাড়ু দিয়ে সিলিং থেকে ঝুল বা ধুলা ঝেড়ে নিন।
স্টেপ ০২:
এবার ফ্যান থেকে ভালোভাবে টেনে টেনে ময়লা পরিষ্কার করুন।
স্টেপ ০৩:
তারপর একটি বালতিতে প্রয়োজন মতো পানি ও ডিটারজেন্ট পাউডার নিয়ে তাতে ফেনা তৈরি করুন।
স্টেপ ০৪:
এখন একটি পরিষ্কার স্পঞ্জ ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ডুবিয়ে, তা দিয়ে ফ্যানের পাখাগুলো ভালোভাবে ঘষে নিন।
স্টেপ ০৫:
ফ্যানের পাখা ঘষা হয়ে গেলে এবার পরিষ্কার একটা কাপড় দিয়ে ফ্যানের পাখা মুছে নিন।
এইতো, হয়ে গেল সহজে সিলিংয়ে ও ফ্যানের ময়লার পরিষ্কার! তবে চেষ্টা করবেন ১৫ দিন পরপর সিলিং ও ফ্যান পরিষ্কার করে নিতে। তাহলে অনেক বেশি ময়লার ঝাড় হবে না। আশা করি নাবিলার মতো আপনাদের আর বেকার খাটুনি খাটতে হবে না। আপনার ঘরের প্রতিটি কোণা থাকুক ঝকঝকে সব সময়।
মূলভাবে প্রকাশিত