কিছু টিপস- • রান্নাঘরে পরিমিত আলো বাতাস আসার ব্যবস্থা রাখুন। • বেশি দিন কোনো আবর্জনা রান্নাঘরে রাখবেন না। • শুকনো ও আর্দ্র আবর্জনা আলাদা রাখুন। • কিচেন চিমনি বা এগজস্ট ফ্যান ব্যবহার করুন।
কিচেন চাই শাইনি ও গন্ধহীন? কীভাবে তা আজই জেনে নিন!
প্রায়ই রান্নাঘরে বিভিন্ন রান্নার গন্ধ থেকে যায়। ফ্যান ছেড়ে দিলে অথবা জানালা খোলা রাখলে এই গন্ধ কমে যায় কিন্তু পুরোপুরি দূর হয় না। তাই রান্নাঘর দুর্গন্ধমুক্ত করার দারুণ কিছু টিপস আসুন জেনে নেই।
আপডেট করা হয়েছে

আপনার জন্য প্রয়োজনীয়:
- শুকনো টাওয়েল
- স্পঞ্জ
- লেবু
- পুদিনা
- কমলার খোসা
- ডিটারজেন্ট
- ব্লিচ
আজ জানবো রান্নাঘর পরিষ্কার ও গন্ধহীন রাখার উপায়গুলো:
লেবু, পুদিনা ও কমলার খোসা দিয়ে পরিষ্কার
লেবু, পুদিনা ও কমলার খোসা দিয়ে রান্নাঘরের সাথে পুরো বাড়িকেই সুগন্ধময় করে তোলা যায়।একটি পাত্রে পানি দিয়ে তার মধ্যে ২/৩টি লেবু কেটে তার সাথে ১০/১৫টি পুদিনা পাতা ও ১টি কমলা লেবুর খোসা দিয়ে অনেকক্ষণ ফুটালে তা থেকে তীব্র সুগন্ধ বের হবে, যা রান্নাঘরের সাথে পুরো বাড়িকেই করে তুলবে সুগন্ধময়।
নিয়মিত সিংক পরিষ্কার
সিংকের ড্রেন অপরিষ্কার থাকলে তা হতে পারে রান্নাঘরে দুর্গন্ধের একটি অন্যতম কারণ। তাই দুর্গন্ধমুক্ত রান্নাঘর পেতে নিয়মিত সিংক পরিষ্কার করতে হবে।সিংকের ড্রেনের মুখে ১ কাপ লবণ এবং ১ কাপ বেকিং সোডা দিয়ে তার উপর এক জগ ফুটন্ত গরম পানি ঢালুন। এতে সিংকের ড্রেনের ভিতরের ময়লা ও দুর্গন্ধ চলে যাবে।
আবর্জনা ফেলার বিন পরিষ্কার
ময়লা ফেলার বিন থেকে দুর্গন্ধ হবেই। তবে এই গন্ধ চারপাশে ছড়াতে দেওয়া যাবে না। এই বিন নিয়মিত পরিষ্কার করতে হবে। বিন থেকে ময়লা প্রতিদিন ফেলে সেটি ভিনেগার মিশ্রিত পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রয়োজনে জীবাণুনাশক দিয়েও পরিষ্কার করতে হবে।
শুকনো টাওয়েল ও স্পঞ্জ পরিষ্কার
রান্নাঘরের টাওয়েল যদি ময়লা ও ভেজা থাকে তবে তা থেকে তৈরি হতে পারে দুর্গন্ধ। রান্নাঘরে ব্যবহারের টাওয়েল প্রতি ২/৩ দিন পর পর গরম পানির সাথে ব্লিচ ও ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে সরাসরি রোদে শুকিয়ে নিতে হবে।
মূলভাবে প্রকাশিত