যারা কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই বাড়ির সমস্ত কাজ করেন, তারা বেশিরভাগ সময়ই চুলায় রান্না বসিয়ে অন্যান্য কাজ করেন। ফলাফলস্বরূপ, রান্নাঘর থেকে কিছুক্ষণ পর নাকে ভেসে আসে পোড়া কোনো গন্ধ। তারপর দৌড়ে গিয়েই চোখ কপালে উঠে পোড়া কুকিং প্যান দেখে, যেন রান্না করার চেয়ে কুকিং প্যানের পোড়া দাগ উঠানো বেশি কষ্ট। আর স্পঞ্জ বা স্ক্রাবার ঘষে মাথার ঘাম ঝরাতে হবে না। আপনাদের পোড়া কুকিং প্যান ঝকঝকে করতে নিয়ে এসেছি একদম ইজি ২টি সল্যুশন! চলুন তবে দেখে নেওয়া যাক!