যারা কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই বাড়ির সমস্ত কাজ করেন, তারা বেশিরভাগ সময়ই চুলায় রান্না বসিয়ে অন্যান্য কাজ করেন। ফলাফলস্বরূপ, রান্নাঘর থেকে কিছুক্ষণ পর নাকে ভেসে আসে পোড়া কোনো গন্ধ। তারপর দৌড়ে গিয়েই চোখ কপালে উঠে পোড়া কুকিং প্যান দেখে, যেন রান্না করার চেয়ে কুকিং প্যানের পোড়া দাগ উঠানো বেশি কষ্ট। আর স্পঞ্জ বা স্ক্রাবার ঘষে মাথার ঘাম ঝরাতে হবে না। আপনাদের পোড়া কুকিং প্যান ঝকঝকে করতে নিয়ে এসেছি একদম ইজি ২টি সল্যুশন! চলুন তবে দেখে নেওয়া যাক!
আপনার জন্য প্রয়োজনীয়:
১) লিক্যুইড ডিশওয়াশার
- 1
প্রথমে
আপনার পোড়া কুকিং প্যানে বেশ কিছু লিক্যুইড ডিশওয়াশার নিন। সম্ভব হলে হাফ কাপ পরিমাণ ডিশওয়াশার নিন।
- 2
এরপর
এবার এর সাথে দ্বিগুণ পরিমাণ পানি মিশিয়ে তা চুলায় ফুটতে দিন।
- 3
এরপর
প্রায় ২০ মিনিট ধরে ফুটান।
- 4
এরপর
একটি স্পঞ্জ দিয়ে ঘষে কুকিং প্যানটি মেজে ফেলুন।
- 5
এবার
পরিষ্কার পানি দিয়ে প্যানটি ধুয়ে ফেলুন।
২) লেবু
- 1
প্রথমে
পোড়া কুকিং প্যানটিতে ৩/৪ ট লেবু চার টুকরো করে কেটে রাখুন।
- 2
এবার
এই লেবুর টুকরোগুলো যেন ডুবে থাকে, এমনভাবে কুকিং প্যানে পানি দিন।
- 3
এখন
প্যানটি চুলায় দিয়ে ৫/১০ মিনিট ফুটিয়ে নিন।
- 4
এরপর
ঠিক যখন দেখবেন পোড়া অংশের কিছু প্যান থেকে আলগা হয়ে পানিতে ভাসছে, তখন কুকিং প্যানটি চুলা থেকে নামিয়ে পানি ও লেবুর টুকরো ফেলে দিন।
- 5
এবার
একটি স্ক্রাবার বা স্পঞ্জ দিয়ে মেজে নিন ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ব্যস! পোড়া কুকিং প্যান এবার একদম পরিষ্কার!
আশা করছি উপরের দুইটি উপায়েই আপনাদের পোড়া কুকিং প্যান পরিষ্কার করতে কোনো সমস্যা হবে না। পেলেনতো এবার, জেদী দাগের ইজি সমাধান!