মাথা না করে লক, সারিয়ে ফেলুন সিংকের ব্লক!

রান্নাঘরে কাজের মধ্যে বেশি ঝামেলা পোহাতে হয় ব্লক হয়ে যাওয়া সিংক নিয়ে। সিংক ব্লক হলে তা কীভাবে আনব্লক করবে তা নিয়ে মাথায় হাত দেয় অনেকেই। তাই আজ আপনাদের দেখাবো কীভাবে খুব সহজেই সিংকের ব্লক হলে আনব্লক করতে হয়।

আপডেট করা হয়েছে ৪ মে, ২০২২

·

লেখকCleanipedia টিম দ্বারা নিবন্ধ

পড়ার সময়২ মিনিট"

Capture

রান্নাঘরে কাজের মধ্যে বেশি ঝামেলা পোহাতে হয় ব্লক হয়ে যাওয়া সিংক নিয়ে। সিংক ব্লক হলে তা কীভাবে আনব্লক করবে তা নিয়ে মাথায় হাত দেয় অনেকেই। তাই আজ আপনাদের দেখাবো কীভাবে খুব সহজেই সিংকের ব্লক হলে আনব্লক করতে হয়।

আপনার জন্য প্রয়োজনীয়:

  • যেভাবে সিংকের ব্লক,করতে হয় আনব্লক

    1. 1

      স্টেপ ১

      প্রথমেই হাতে গ্লাভস পরে সিংকের ড্রেইনে আটকে থাকা ময়লা তুলে ফেলুন।

    2. 2

      স্টেপ ২

      এবার তাতে আধা কাপ বেকিং সোডা, আধা কাপ লবণ আর আধা কাপ পানি নিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন।

    3. 3

      স্টেপ ৩

      তারপর চুলায় একটি পাত্রে পানি ফুটাতে দিন। চাইলে আরো ১০ মিনিট আগেও এই কাজটি করতে পারেন। তাতে কাজের সময় বাঁচবে।

    4. 4

      স্টেপ ৪

      এখন পানি ফুটে উঠলে, সেই ফুটন্ত গরম পানি খুব সাবধানে সিংকের মধ্যে ঢেলে দিন। আর লবণ ও বেকিং সোডা পরিষ্কার করে নিন।

ব্যস! দেখুন কী ঝকঝকে হয়ে গিয়েছে সিংক! আর ব্লক? সে তো ভ্যানিস! তবে সিংক যাতে ব্লক না হয়ে যায়, তাই প্রতিদিনের কাজের শেষে একটু কষ্ট করতে পারেন। প্রতি রাতে হালকা গরম পানি সিংকে ঢেলে দিলে, সেখানে আর ব্লক হবে না আর আপনার সিংক থাকবে প্রতিদিনকারমতো জীবাণুমুক্ত ও পরিষ্কার।

প্রবন্ধটি সহায়ক ছিলো কি?