ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দ আরও বহুগুণে বৃদ্ধি পায়, যখন নতুন করে সাজিয়ে ঘরের প্রাত্যহিক চিরচেনা একঘেয়ে রূপে একটু পরিবর্তন আনা যায়। এক্ষেত্রে ঘরের সাথে মানানসই রংবেরঙের নান্দনিক পর্দা হতে পারে দারুণ অপশন। তবে শুধু সাজালেই হবে না, লক্ষ্য রাখতে হবে পরিচ্ছন্নতার উপরও। সুন্দর পরিষ্কার পর্দা ঘরকে যেমন এক নিমিষেই শোভনীয় করে তুলতে পারে, ঠিক তেমনি ধুলাময়লাযুক্ত পর্দা ঘরকে করে তুলতে পারে নির্জীব। তাই নিয়ম করে পর্দা ধোয়া উচিত। তবে এতবার পর্দা পরিষ্কারে মলিন হয়ে যেতে পারে এর রং। আর কাপড়ের ধরণ অনুযায়ীও পর্দা পরিষ্কারের নিয়ম আলাদা হওয়া উচিত। তাই নিচে ম্যানুয়াল ও অটোমেটেড দুই পদ্ধতিতেই পর্দা পরিষ্কার পদ্ধতি নিয়ে জানবো আজ। ধোয়ার আগে অবশ্যই পর্দার লেবেলে দেওয়া ইনস্ট্রাকশন ফলো করুন।