কাপড়ে ঘামের দাগ, সহজেই দূর হয়ে যাক!

গরমকালে বা অতিরিক্ত কায়িক পরিশ্রম করলে কাপড়ে ঘামের দাগ হয়ে বিব্রতকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়। তাই বলে কেউ দাগ লাগা কাপড়টি ফেলে দেয় না বা পরা ছেড়ে দেয় না।

আপডেট করা হয়েছে ২৪ এপ্রিল, ২০২৩

·

লেখকCleanipedia টিম দ্বারা নিবন্ধ

পড়ার সময়২ মিনিট"

শার্টে ঘামের দাগের ছবি

এর জন্য অবশ্য কাপড় থেকে ঘামের দাগ দূর করার উপায় জানা থাকা চাই।

আপনার জন্য প্রয়োজনীয়:

  • সাদা কাপড়ে ঘামের দাগ!

    সাদা কাপড়ে ঘামের দাগ দূর করার সময় দাগ যাবার বদলে আরও কঠিন আকার ধারণ করতে পারে। তাই দাগ দূর করার নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে।

    1. 1

      প্রথমে

      একটি বোলে দুই কাপ গরম পানিতে ১ কাপ সাদা ভিনেগার মিশিয়ে ঘামের দাগযুক্ত কাপড়টি ২০-৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে।

    2. 2

      এরপর

      ছোটো একটি বাটিতে হাইড্রোজেন পারঅক্সাইড, বেকিং সোডা এবং লবণ নিয়ে ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে।

    3. 3

      এবার

      টাওয়েল বিছাতে হবে। এর উপর ভিজিয়ে রাখা কাপড়টি নিংড়ে বিছিয়ে দিতে হবে। কাপড়ে ঘামের দাগের উপর পেস্টটি লাগিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে।

    4. 4

      সবশেষে

      কাপড়টি পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে।

  • রঙিন কাপড়ে ঘামের দাগ!

    মজার বিষয় হচ্ছে, সাদা কাপড় থেকে যেভাবে ঘামের দাগ দূর করা যায়, একইভাবে কিন্তু রঙিন কাপড় থেকে তা দূর করা যায় না। কারণ হাইড্রোজেন পারঅক্সাইড কাপড়ের রং নষ্ট করে দিতে পারে।

    1. 1

      এজন্য

      রঙিন কাপড় ঠাণ্ডা পানি ও ভিনেগারের মিশ্রণে ২০-৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর শুধুমাত্র ঠান্ডা পানিতে রেখে দাগের জায়গাটি হাতে ঘষে সাধারণ নিয়মে ধুয়ে নিতে হবে।

    2. 2

      এরপর

      বাড়িতে সাদা ভিনেগার না থাকলে কয়েকটি অ্যাসপিরিন গুঁড়ো করে তার সাথে একটু পানি মিশিয়ে পেস্ট বানিয়ে কাপড়ে লাগিয়ে ১ ঘণ্টা রেখে দিতে হবে। এরপর সাধারণ নিয়মে ধুয়ে নিলেই দাগ দূর হবে।

    3. 3

      এরপর

      ৫০/৫০ ভাগে পানি ও লেবুর রস মেশাতে হবে। মিশ্রণটি কাপড়ে লাগিয়ে রোদে শুকিয়ে সাধারণ নিয়মে ধুয়ে ফেলেও ঘামের দাগ দূর হবে।

মানুষের ঘাম হওয়া অতি সাধারণ একটি বিষয়। কিন্তু এই অতি সাধারণ বিষয়টিই কাপড়ে বিশ্রী দাগ হিসেবে দৃশ্যমান হলে সীমাহীন অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু কীভাবে তা দূর করতে হয় জানা থাকলে আপনার স্মার্টনেস কিংবা কাপড়ের সৌন্দর্য কখনো মলিন হবে না।

প্রবন্ধটি সহায়ক ছিলো কি?