প্রায় সময় দেখা যায় আমাদের অনেক পছন্দের কাপড়গুলোর রঙ কেমন যেন নষ্ট হয়ে গিয়েছে। তা হতে পারে বিভিন্ন কারণে। এই সমস্যার সমাধান কি হতে পারে? চলুন জেনে নেই।
শখের কাপড়ের রং হয়ে যায় নষ্ট? উপায়গুলো জেনে নিলে, আর হবে না কষ্ট।
কে না চায় প্রিয় কাপড়টা উজ্জ্বল থাকুক বহুবছর ধরে? সবাই চাই। আর তাইতো নিতে হবে এর যত্ন। কিন্তু কীভাবে?
আপডেট করা হয়েছে পড়ার সময়: ২ মিনিট"

যা যা মেনে চলতে হবে
পরতে হবে প্রায়ই
অনেকেই প্রিয় কাপড়ের রং নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তুলে রেখে দেন। তবে এতে কাপড়ের রং হারানোর সম্ভাবনা আরো বেশি থাকে। নিয়মিত ব্যবহার করলে এবং ধুয়ে রাখলে তা দীর্ঘদিন উজ্জ্বল থাকে। তবে কাপড় অপ্রয়োজনে পরিষ্কার করা একদমই উচিত নয়।
ধোয়ার সময়
শখের কাপড়টির রং ঠিক রাখতে, তা ধোয়ার সময় বাইরের দিক ভিতরে রেখে ধুতে হবে। এতে করে কাপড়ের রং দীর্ঘদিন উজ্জ্বল থাকে। আর কাপড় শুকাতে দেওয়ার সময়ও উলটে দিতে হবে। নতুন সুতি কাপড় ধোয়ার সময় অল্প লবণ পানি ব্যবহার করা যেতে পারে। কাপড়ে ভিনেগার ব্যবহার করলে, কাপড় কম অনুজ্জ্বল হয়। বেকিং সোডাও কাপড়ের উজ্জ্বলতা বাড়িয়ে থাকে। কাপড় ধোয়ার সময় অবশ্যই কাপড়ের লেবেলে থাকা ধোয়ার নির্দেশনা পড়ে নিতে হবে।
ঠাণ্ডা পানিতে কাপড় পরিষ্কার
অতিরিক্ত গরম পানিতে কাপড়ের রঙের স্থায়িত্ব নষ্ট হতে পারে। তাই কাপড় নরমাল টেম্পারেচারের পানিতে ধোয়া ভালো। কাপড় ধোয়ার পরে পরিমাণমতো নীলের ব্যবহার কাপড়ের রং টিকে থাকতে সাহায্য করে। তবে তা ব্যবহার করতে হবে একদম কাপড় ধোয়ার শেষ পর্যায়ে।
কাপড় শুকানো
কাপড় বেশি ড্রাই করলে রং নষ্ট হয়ে যেতে পারে। কাপড় বেশি মচমচে করতে গেলে তা নষ্ট হয়ে যাওয়ার আশংকা থাকে। এতে করে কাপড়ের সুতার ময়েশ্চার নষ্ট হয়ে যায়। কাপড় খুব চিপলেও রং নষ্ট হয়ে যেতে পারে।
অন্য কাপড়ের সঙ্গে না ধোয়া
বিভিন্ন রঙের কাপড় একসাথে ধুবেন না। কারণ, কাপড়ের রং উঠে অন্য কাপড়ে লাগতে পারে। সাদা কাপড় কখনোই রঙিন কাপড়ের সাথে ধুতে নেই।
এই পদ্ধতিগুলো মেনে চললেই কাপড়ের রং দীর্ঘদিন উজ্জ্বল রাখা সম্ভব।
মূলভাবে প্রকাশিত