সাদা ড্রেসে ঝোলের দাগ সিম্পল উপায়ে দূর হয়ে যাক!

সাদা মানেই শুভ্রতা। কী পবিত্র তাই না? আমার প্রিয় রং হলো সাদা।

আপডেট করা হয়েছে ২৪ এপ্রিল, ২০২৩

·

লেখকCleanipedia টিম দ্বারা নিবন্ধ

পড়ার সময়২ মিনিট"

একটি তরকারি দাগ সঙ্গে টি-শার্ট পরা মানুষ

আমার মতো অনেকেই সাদা পছন্দ করেন। কিন্তু সহজে সাদা ড্রেস পরেন না, কারণ সাদা ড্রেসে সহজেই দাগ লেগে যাবার ভয় থাকে। আর যদি একবার খেতে বসে ঝোলের দাগ লেগে যায়, তো সেই দাগ কীভাবে উঠাবে এই চিন্তায়ও আর কেউ সাদা ড্রেস পরতে চায় না। আজ আপনাদের সাথে সাদা বা হালকা কালারের ড্রেস থেকে কী উপায়ে ঝোলের দাগ উঠানো যায়, তাই শেয়ার করতে এসেছি। চলুন তাবে, কথা না বাড়িয়ে তাই দেখে নিই।

  • সাদা বা হালকা কালারের ড্রেস থেকে কী উপায়ে ঝোলের দাগ উঠানো যায়

    1. 1

       ট্যালকম পাউডার

      ট্যালকম পাউডার আমরা প্রসাধন সামগ্রী হিসেবেই ব্যবহার করে থাকি। কিন্তু এই ট্যালকম পাউডার দিয়ে যে সাদা ড্রেস থেকে ঝোলের দাগ উঠানো যায়, তা কি আমরা জানি? হ্যাঁ, আমরা অনেকেই এই উপায় জানি না। খেতে বসে যদি আপনার পছন্দের সাদা ড্রেসটিতে খাবারের ঝোল পড়ে যায়, তবে ড্রেসটি ফেলে না দিয়ে, তাতে তাড়াতাড়ি ট্যালকম পাউডার ছিটিয়ে নিন ও একটু পুরনো টুথব্রাশ দিয়ে ঘষুন। এতে করে ড্রেসে লেগে থাকা ঝোল ও তেল ট্যালকম পাউডার শোষণ করে নিবে। তারপর এই ড্রেসটি আপনি ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে ফেলুন।

    2. 2

      লেবুর রস 

      আমাদের ঘরে লেবু সব সময়ই থাকে, তাই না? খাবার টেবিলে বসে খুব মজায় বেখেয়ালে যখন মুখে খাবার দিতে যান, তখন টুপ করে খাবারের ঝোল ড্রেসে পড়ে যায়। মন খারাপ করবেন না। প্রিয় জামা থেকে ঝোলের দাগ তুলতে, দেখুন চোখের সামনেই টেবিলে পেয়ে যাবেন কেটে রাখা লেবুর টুকরো। সেখান থেকে এক টুকরো লেবু নিয়েই না হয় ড্রেসের ঝোলের দাগ দূর হোক! তার আগে, ড্রেস থেকে ঝোল মুছে নিন টিস্যু পেপার হালকা ভিজিয়ে। তারপর তাতে লেবু দিয়ে আলতো করে ঘষুন। দাগ হালকা হয়ে গেলে এবার ডিটারজেন্ট মিশ্রিত পানি দিয়ে ধুয়ে ফেলুন!

    3. 3

      আরেকটি উপায়

      উপরের দু’টো উপায় থেকে যখন যেটি আপনার সুবিধা হয়, তাই অনুসরণ করুন। তবে আরেকটি উপায় বলে যাই, ঝোলের দাগ পরিষ্কার করতে অনেকেই যে ভুলটি করে তা হলো, ঝোল লাগা ড্রেস ডিটারজেন্ট পানিতে দিয়ে দেয়। এতে করে সেখানে লালচে দাগ হয়ে যায়। তাই ঝোলের উঠানোর আগে সেখানে পাউডার বা লেবু দিয়ে ঘষে তারপর ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ধুয়ে নিন।

প্রবন্ধটি সহায়ক ছিলো কি?