আপনি মাস্ক পরিষ্কার করছেন, কিন্তু তা জীবাণুমুক্ত হচ্ছে কি? পরিষ্কার দেখা গেলেই তা জীবাণুমুক্ত নয়। কোভিড-১৯ ভাইরাসসহ আরও অন্যান্য রোগজীবাণু থেকে বাঁচতে আমাদের নিজেদের নিয়মিত ব্যবহারের মাস্ক ও গ্লাভস পরিষ্কারের পাশাপাশি জীবাণুমুক্ত রাখা খুবই জরুরি। বর্তমানে কোভিড-১৯ এর সাথে ব্ল্যাক ফাঙ্গাস আমাদের জীবনকে করে তুলেছে আরও ঝুঁকিপূর্ণ। সাধারণত যাদের ডায়াবেটিস আছে, তারা কোভিড আক্রান্ত হলে ব্ল্যাক ফাঙ্গাসে ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা বেশি।
নয়াদিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সের সিনিয়র নিউরোসার্জন ডা. পি. শরৎচন্দ্র বলেন- “ কোনো মাস্ক দীর্ঘদিন ব্যবহার করা যাবে না। একটি এন৯৫ মাস্ক পাঁচবারের বেশি ব্যবহার করা উচিত নয়। তাছাড়া কাপড়ের মাস্ক স্যাঁতসেঁতে জায়গায় রাখলে সেখান থেকে ছত্রাক জন্ম নিতে পারে।“
সিডিসি (CDC)-এর মতে জীবানুমুক্তকরণের মাধ্যমে যেকোনো জায়গার উপরিভাগ থেকে জীবাণু মেরে ফেলা সম্ভব। চলুন তবে দেখে নিই কীভাবে মাস্ক-গ্লাভস পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হয়।