মেঝে পিচ্ছিল হবার কারণ
বিভিন্ন কারণেই ঘরের মেঝে পিচ্ছিল হতে পারে। যেমন-
পানি কিংবা তরল কিছু পড়ে মেঝে অনেকক্ষণ ভিজে থাকলে পিচ্ছিল হয়ে যায়।
তেল বা লোশন পড়ে মেঝে চিটচিটে হয়ে পিচ্ছিল হয়ে যায়।
ধুলোবালি জমলে, ট্যালকম পাউডার, আটা কিংবা অন্যকোনো পাউডার পড়লেও মেঝে পিচ্ছিল হয়ে যায়।
মেঝে পরিষ্কার করার জন্য অতিমাত্রায় ক্লিনার ব্যবহার করলেও মেঝে পিচ্ছিল হয়।
সাবান পানি পড়লে কিংবা সাবান পানি দিয়ে মেঝে পরিষ্কার করার পর ভালো করে মুছে না নিলে মেঝে পিচ্ছিল হয়ে থাকে।