ওয়াশিং মেশিনে ব্যবহারের জন্য সেরা ডিটারজেন্ট কোনটি ও কেনো?

কাপড় ধোয়ার সময় বাঁচাতে ওয়াশিং মেশিন তো ব্যবহার করছেন। তবে পাউডার নাকি লিকুইড ডিটারজেন্ট, পরিষ্কার কাপড় পেতে কোনটা বেছে নেবেন তা নিয়ে দুশ্চিন্তা?

আপডেট করা হয়েছে ১৯ সেপ্টেম্বর, ২০২৩

-

লেখকCleanipedia টিম দ্বারা নিবন্ধ

পড়ার সময়: ২ মিনিট"

ওয়াশিং মেশিনে ব্যবহারের জন্য সেরা ডিটারজেন্ট কোনটি ও কেনো জেনে নিন এখনই update

কর্মব্যস্ত জীবনে বাড়িতে ওয়াশিং মেশিন থাকাটা এখন বেশ জরুরী। অল্প সময়ে কাপড় ধোয়ার কাজটি হয়ে গেলে বাড়ির অন্য কাজগুলোতে সহজেই মনোযোগ দেয়া যায়।

তবে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার ক্ষেত্রে রয়েছে কিছু ভিন্নতা। কাপড়ের দাগ এবং টেক্সচারের উপর ভিত্তি করে কাপড় পরিষ্কার করতে কখনো চাই পাউডার ডিটারজেন্ট, কখনো লিকুইড ডিটারজেন্ট।

চলুন জেনে নেই কাপড়ের ধরণ এবং দাগ অনুযায়ী ওয়াশিং মেশিনে কোন ধরনের ডিটারজেন্ট ব্যবহার করবেন সে বিষয়ে-

১। পাউডার ডিটারজেন্ট

কাপড়ের কড়া দাগ তোলার জন্য সবসময়ের সেরা সমাধান পাউডার ডিটারজেন্ট। কেননা পাউডার ডিটারজেন্টে ক্ষারের পরিমাণ বেশি থাকে। ওয়াশিং মেশিনে হালকা রঙের কাপড়, ভারী কাপড়, মোটা কাপড় ইত্যাদি ধোয়ার ক্ষেত্রে পাউডার ডিটারজেন্ট ভালো। কাপড়ের পরিমাণের উপর ভিত্তি করে পাউডার ডিটারজেন্ট ওয়াশিং মেশিনে ব্যবহার করতে হবে। এতে করে সহজে ময়লা ভাব কেটে যাবে।

তবে পরিমাণের বেশি পাউডার ডিটারজেন্ট ব্যবহার করলে কাপড়ে এক ধরনের কড়া ডিটারজেন্টের গন্ধ থেকে যায়। এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। কাপড়ে তেল বা গ্রীসের দাগ পড়লে পাউডার ডিটারজেন্ট দিয়ে ওয়াশিং মেশিনে ধুলে দাগ তুলতে সহজ হবে। এছাড়া ওয়াশিং মেশিনে ডিটারজেন্ট পাউডার সহজে মিশে যায়, দামেও সাশ্রয়ী।

২। লিকুইড ডিটারজেন্ট

ওয়াশিং মেশিনে সাদা বা গাঢ় রঙের কাপড় ধোয়ার ক্ষেত্রে লিকুইড ডিটারজেন্ট ভালো। লিকুইড ডিটারজেন্ট এসব কাপড়ের দাগ পরিষ্কার করার পাশাপাশি কাপড়ের রঙ অনেকদিন ঠিক রাখতে সাহায্য করে। যা মূলত পাউডার ডিটারজেন্ট থেকে পাওয়া যায় না।

প্রতিটি কাপড়ের ক্ষেত্রে দাগ এবং টেক্সচার অনুযায়ী ওয়াশিং মেশিনে পরিমাণমতো লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করতে হবে। পাউডার ডিটারজেন্ট পানিতে সহজে মিশে গেলেও অনেক সময় কাপড়ে লেগে থাকে ধোয়ার পরও। যা লিকুইড ডিটারজেন্টের ক্ষেত্রে হয় না। সিল্ক, জর্জেট, মসলিন ধরনের কাপড় বা শাড়ি ধোয়ার জন্য লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করা ভালো। এতে কাপড়ের উজ্জ্বলতা হারায় না।

তবে ওয়াশিং মেশিনে হালকা গরম পানির সাথে লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করে কাপড় ধুলে কাপড়ের দাগ আরও ভালোভাবে পরিষ্কার হবে। যদিও লিকুইড ডিটারজেন্ট কিছুটা ব্যয়বহুল তবে ওয়াশিং মেশিনে লিকুইড ডিটারজেন্টের ব্যবহার পাউডার ডিটারজেন্ট অপেক্ষা ভালো।

পাউডার ডিটারজেন্ট নাকি লিকুইড ডিটারজেন্ট?

আমাদের দেশে ওয়াশিং মেশিনে পাউডার ডিটারজেন্ট এবং লিকুইড ডিটারজেন্ট দুটোই ব্যবহার করা হয়। তবে কাপড়ের টেক্সচারের বিবেচনায় ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার ক্ষেত্রে লিকুইড ডিটারজেন্ট তুলনামূলক ভালো সমাধান। বিশেষ করে বাচ্চাদের কাপড় ধোয়ার ক্ষেত্রে লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করা উচিত। কেননা বাচ্চাদের কাপড় পাতলা ফেব্রিকের হয়ে থাকে এবং হালকা রঙ প্রাধান্য পায়। তাই লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করলে কাপড়ের স্থায়িত্ব বজায় থাকবে অনেকদিন

ওয়াশিং মেশিন বাসা বাড়িতে ব্যবহারের ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় একটি পণ্য। তবে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার ক্ষেত্রে কোন ডিটারজেন্ট কীভাবে ব্যবহার করবেন সে ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে। আশা করি এখন আপনারা সহজেই বাছাই করতে পারবেন আপনাদের ওয়াশিং মেশিনে ব্যবহারের জন্য সেরা ডিটারজেন্ট।

প্রবন্ধটি সহায়ক ছিলো কি?