কাপড়ে রক্তের দাগ শুকিয়ে গেলে তা দূর করা একটু কষ্ট হয়ে যায়। কিন্তু রক্তের দাগ শুকিয়ে গেলে তা যে পরিষ্কার করা যায় না, তা নয়। তবে যেকোনো কাপড় পরিষ্কার করার আগে আমাদের উচিত কাপড়ের গায়ে কেয়ার লেবেল দেখে নেওয়া। জেনে নিন কাপড় থেকে রক্তের দাগ উঠাবার কিছু টিপস!
কাপড়ে রক্তের দাগ চান মুছতে? সমাধান আ ছে ক্লিনিপিডিয়া-তে!
মিসেস ফারিন মন খারাপ করে পছন্দের জামা হাতে নিয়ে বসে আছেন। তার মন খারাপের কারণ একটাই, জামাতে রক্তের দাগ লেগেছে। যেকোনো দুর্ঘটনার সময় যেমন: আঙুল কেটে গিয়ে কিংবা কোথাও হোঁচট খেয়ে পড়ে হাত-পা কেটে কাপড়ে রক্তের দাগ লাগতে পারে। তাছাড়া, মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের সময় কাপড়ে রক্ত লেগে যাওয়া খুব সাধারণ ব্যাপার। মিসেস ফারিন এই দাগ এখন কীভাবে দূর করবেন, চলুন তা দেখে নিই।
আপডেট করা হয়েছে পড়ার সময়: ২ মিনিট"


যেভাবে কাপড় থেকে রক্তের দাগ দূর করবেন
ভিসকস কাপড়ের জন্য লেবুর রস ব্যবহার করুন
১) প্রথমে কাপড়ে দাগযুক্ত স্থানটি প্রি-ট্রিট করতে হবে। কাপড়ে লেগে থাকা শুকনো রক্তের দাগ ছুরি দিয়ে আলতো করে ঘষে বা আঁচড়িয়ে যতটা সম্ভব তুলে ফেলার চেষ্টা করুন। এরপর কাপড়টি পানি দি য়ে ধুয়ে ফেলুন।
২) এবার একটি লেবুর টুকরা নিয়ে তা জামার দাগযুক্ত স্থানে ঘষে কিছুক্ষণ রেখে দিন।
৩) একটি পাত্রে অর্ধেক লেবুর রস, ২ টেবিল চামচ লবণ ও আধা কাপ ঠান্ডা পানি মিশিয়ে সল্যুশন তৈরি করুন।
৪) সল্যুশনটিতে কাপড়ের দাগযুক্ত অংশ ভিজিয়ে অন্তত ১৫ মিনিট রেখে দিন।
৫) সবশেষে লিক্যুইড ডিটারজেন্ট দিয়ে যেভাবে আমরা কাপড় ধুই, সেভাবে কাপড়টি ধুয়ে ফেলুন।
সুতি কাপড়ের জন্য বেকিং সোডা ব্যবহার করুন
১) প্রথমে বেকিং সোডা ও পানি দিয়ে একটি সল্যুশন তৈরি করুন। এর জন্য একটি বালতিতে বা বোলে ১/২ কাপ বেকিং সোডা ও ২ টেবিল চামচ ডিশ ওয়াশিং লিক্যুইড একত্রে মিশিয়ে নিন।
২) এই মিশ্রণটিতে কাপড় ভিজিয়ে রাখুন প্রায় আধা ঘন্টা।
৩) তারপর আমরা যেভাবে সাধারণ নিয়মে কাপড় ধুয়ে থাকি, সেভাবে ধুয়ে ফেলুন! দেখবেন কাপড় একদম নতুনের মতো হয়ে গেছে!
শিফন কাপড়ের জন্ য ট্যালকম পাউডার ও লিক্যুইড ডিটারজেন্ট ব্যবহার
১) ট্যালকম পাউডার দিয়ে খুব সহজে শিফন কাপড় থেকে রক্তের দাগ তোলা সম্ভব। একটি পাত্রে বা ছোটো একটি বালতিতে প্রয়োজনমতো পানি নিন। এবার এই পানিতে যথেষ্ট পরিমাণ ট্যালকম পাউডার দিয়ে পেস্ট তৈরি করুন।
২) এই পেস্টটি দাগযুক্ত স্থানে লাগিয়ে শুকানোর জন্য ২০ মিনিট অপেক্ষা করুন।
৩) কাপড়ে পাউডারের পেস্ট শুকিয়ে গেলে একটি ব্রাশ দিয়ে আলতো করে ঘষে উঠিয়ে ফেলুন।
৪) তারপর লিক্যুইড ডিটারজেন্ট দিয়ে সাধারণ নিয়মে কাপড় ধুয়ে নিলেই রক্তের দাগ হয়ে যাবে দূর!
পলিয়েস্টার কাপড়ের জন্য কর্নস্টার্চ ব্যবহার
১) পলিয়েস্টার কাপড়ে রক্তের দাগ লাগলে তাতে কর্নস্টার্চ ব্যবহার করুন। একটি পাত্রে ১/২ কাপ পানি ও ২/৩ টেবিল চামচ কর্নস্টার্চ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
২) পেস্টটি দাগযুক্ত স্থানে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন।
৩) সবশেষে সাধারণ নিয়মে কাপড়টি ধুয়ে ফেলুন!
সিল্ক কাপড়ের জন্য লবণ ব্যবহার
১) প্রথমেই এক কাপ পানিতে ১ টেবিল চামচ লবণ মেশান।
২) একটি স্পঞ্জ দিয়ে দাগযুক্ত স্থানে কয়েকবার লবণ-পানি ড্যাব করুন।
৩) এবার নরমাল পানি দিয়ে সিল্ক কাপড়টি সাধারণ নিয়মে লিক্যুইড ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন!
এভাবেই সব ধরনের কাপড় থেকে রক্তের দাগ দূর করা যায়। তবুও সাদা কাপড় থেকে দাগ তুলতে কিছুটা কষ্ট হয়, সেক্ষেত্রে ব্লিচিং পাউডার ব্যবহার করুন।
মূলভাবে প্রকাশিত