মাঝে মাঝে শার্টের কলারে দাগ সহজে উঠানো যায় না। খুব সহজেই অল্প কিছু উপাদান দিয়ে শার্টের কলার পরিষ্কার করা যায়। এবার বলি কী কী লাগছে শার্টের কলার পরিষ্কার করতে।
আপনার জন্য প্রয়োজনীয়:
শার্টের দাগ পরিষ্কার করার পদ্ধতি
- 1
প্রথমেই
একটি বাটিতে ১ টেবিল চামচ লিক্যুইড ডিটারজেন্ট, যেমন - রিন লিক্যুইড ও পানি নিয়ে মিশিয়ে নিন।
- 2
এবার
এই রিন লিক্যুইড ও পানির মিশ্রণটিতে পুরনো একটি টুথব্রাশ ভিজিয়ে শার্টের কলারে দাগের উপর ঘষুন।
- 3
একবারে
শার্টের কলারের দাগ পরিষ্কার না হলে, এভাবে কয়েকবার রিন লিক্যুইড মিশ্রিত পানিতে টুথব্রাশ ভিজিয়ে শার্টের কলারের দাগের উপর ঘষুন।
- 4
এরপর
পানি দিয়ে শার্ট ভালোভাবে ধুয়ে নিন। দেখবেন আপনার শার্টের কলারের দাগ ম্যাজিকের মতো গায়েব হয়ে গিয়েছে।
ব্যস! শার্টের কলারের জেদি দাগ উঠাতে আর হিমশিম না খেয়ে, সহজ এই উপায় অনুসরণ করতে পারেন। ব্যস! শার্টের কলারের জেদি দাগ উঠাতে আর হিমশিম না খেয়ে, সহজ এই উপায় অনুসরণ করতে পারেন।