আরামদায়ক, উষ্ণ জলে স্নান করার জন্য গিজারের বিকল্প নেই। প্রায় প্রত্যেক বাড়িতেই কমবেশি গিজার ব্যবহার হয়। শীতকালে এর ব্যবহার অনেকগুণ বেড়ে যায়। নিম্নলিখিত উপায়ে গিজার ব্যবহার করলে সেটির আয়ূ বাড়বে।
- Home
- বাথরুম পরিষ্কার করা
- গিজারের আয়ূ দীর্ঘায়িত করতে রইল এই টোটকাগুলি
গিজারের আয়ূ দীর্ঘায়িত করতে রইল এই টোটকাগুলি
আমাদের দৈনন্দিন ব্যবহারের বৈদ্যুতিক সরঞ্জামের মধ্যে গিজারই সম্ভবত সবচেয়ে কম গুরুত্ব পায়।
নিবন্ধ আপডেট হয়েছে
শেয়ার করুন
১) প্লাগ চেক করুন
বিদ্যুতের ভোল্টেজের ওঠানামা গিজারের সার্কিটের ক্ষতি করতে পারে। সাধারণ প্লাগের বদলে এমসিবি ব্যবহার করুন।
২) ভাল্ভ চেক করুন
বছরে একবার তাপমাত্রা ও চাপ নিয়ন্ত্রণ করার ভাল্ভগুলি পরীক্ষা করুন (যদি এগুলি নীচের দিকে থাকে)। এগুলি লিক করছে দেখলে বদলে ফেলুন।
৩) পয়সা সাশ্রয় করুন
হিটারের তাপমাত্রা কমিয়ে রাখুন যাতে জল তাড়াতাড়ি ঈষদুষ্ণ হয়। এর ফলে জল এবং পয়সা কোনওটিই আপনাকে ছ্যাঁকা দেবে না।
৪) করবেন না
দীর্ঘক্ষণ গিজার চালিয়ে রাখলে সেটির আয়ূ কমে যায়। ব্যবহারের মাত্র ৫ মিনিট আগে সেটি স্যুইচ অন করুন।
নিবন্ধটি মূলত প্রকাশিত