সৌভাগ্যবশত, এরও সমাধান আছে। সহজলভ্য কিছু উপাদান দিয়ে হবে মুশকিল আসান। অবিশ্বাস্য লাগলেও সত্যি।
- Home
- বাথরুম পরিষ্কার করা
- দৈনন্দিন ব্যবহারের সামগ্রী দিয়ে নিজেই বানিয়ে ফেলুন ফ্লোর ক্লিনার
দৈনন্দিন ব্যবহারের সামগ্রী দিয়ে নিজেই বানিয়ে ফেলুন ফ্লোর ক্লিনার
টয়লেট পরিষ্কার করতে অনেকটা সময় ও শ্রম যায়। এর পরেও টয়লেট মনের মতো পরিষ্কার নাও হতে পারে।
নিবন্ধ আপডেট হয়েছে
শেয়ার করুন
উপাদান
- ২ কাপ ভিনিগার
- ২ কাপ জল
- ১ টি লেবু
- ১ চামচ বেকিং সোডা
- ১টি গায়ে মাখার সাবান
- ১ টি স্প্রে করার বোতল
পদ্ধতি
- ভিনিগার ও জল স্প্রে বোতলে মিশিয়ে তাতে বেকিং সোডা যোগ করুন।
- দ্রবণের সঙ্গে বেকিং সোডা ভালভাবে মেশাতে বোতলটি ঝাঁকিয়ে নিন।
- একটি গোটা লেবু রস অথবা দু-এক ফোঁটো সুগন্ধি তেল মেশান।
- গায়ে মাখার সাবানের এক চতুর্থাংশ ভালভাবে গুঁড়ো করে ওই দ্রবণে মেশান।
- ব্যবহারের আগে বোতলের ছিপি আটকে ভাল করে ঝাঁকিয়ে নিন।
- এবার ওই দ্রবণ মেঝেতে স্প্রে করুন এবং মেঝে মুছে ফেলুন।
- ব্যস! আর চিন্তা নেই। এবার আপনার টয়লেটের মেঝে হবে ঝকঝকে তকতকে।
নিবন্ধটি মূলত প্রকাশিত