পরিষ্কার ও পরিপাটি বাথরুম হলো মূল স্বাস্থ্যবিধির প্রাথমিক ব্যাপার| একটা সময়ে আমরা যখন টাইলস ঘষে পরিষ্কার করি তখন বাথরুমে থাকা কিছু ফিক্সচার্স উপেক্ষা করার প্রবণতা আমাদের থাকে| একটা সময়ের পরে, এইসব ফিক্সচারের উপরিতলে নোংরা, ময়লা ও দাগ জমা হয় আর ফিক্সচার্স জৌলুস হারানো প্রবণ হয়| আপনার বাথরুম ফিক্সচার্স পরিষ্কার এবং ঝকঝকে রাখতে এইসব টিপ্স ট্রাই করুন|
আপনার পাথরের মেঝেতে নিখুঁত জৌলুস ফিরিয়ে আনতে এখানে দেওয়া পদক্ষেপগুলো অনুসরণ করুন|
১) ওয়াশবেসিন
সাবানের দাগ দূর করতে, ১ কাপ করে জল এবং ভিনিগার মিশিয়ে ক্লিনিং সলিউশন বানান| একটা স্প্রে বোতলে এটা ভরুন| ভালো করে ঝাঁকিয়ে নিয়ে, দাগধরা জায়গায় প্রয়োগ করে, ১০ মিনিট অপেক্ষা করুন| তারপর জল দিয়ে ধুয়ে দিন এবং কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিন| কড়া দাগগুলোর জন্যে, আধ কাপ বেকিং সোডা, ১ কাপ জল ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট বানান| নরম দাঁড়ার ব্রাশ দিয়ে এই পেস্ট ওইসব জায়গায় লাগান আর আধ ঘণ্টা অপেক্ষা করুন| স্ক্রাবিং প্যাড দিয়ে ঘষে পরিষ্কার করুন এবং জল দিয়ে ধুয়ে দিন| পরিষ্কার কাপড় দিয়ে মুছে ওয়াশবেসিন শুকিয়ে নিন|
স্টিল ফিনিশ
এক কাপ জলে ১ চামচ ভিনিগার এবং ১ চামচ ডিশওয়াশিং লিকুইড দিন| ঘষে দাগ তুলতে এই সলিউশন ব্যবহার করুন| সাধারণ জল দিয়ে ধুয়ে দিন এবং মুছে শুকিয়ে নিন| নাগাল পাওয়া শক্ত কোনাগুলো ঘষতে, পুরনো কিন্তু পরিষ্কার টুথব্রাশ এই ক্লিনিং সলিউশনে চুবিয়ে ব্যবহার করুন|
ব্রাস বা ব্রোঞ্জ ফিনিশ
আপনার ব্রাস বা ব্রোঞ্জ বাথরুম ফিক্সচার্স পরিষ্কার করতে, আধখানা লেবুর ওপর ১ চা-চামচ লবণ ছিটিয়ে দিন আর সেটা দিয়ে ঘষুন| ১০ মিনিট অপেক্ষা করার পর সাধারণ জল দিয়ে ধুয়ে দিন| একটা পরিষ্কার মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিন| এটা নিরাপদ কিনা নিশ্চিত হতে, সর্বদা নজরে পড়ে না এমন একটা ছোট্ট জায়গায় এই পদ্ধতি প্রথমে পরীক্ষা করবেন|
৩) টয়লেট বৌলস
টয়লেট বৌলস, দীর্ঘক্ষণ ধরে অপরিষ্কার রাখলে, বদ গন্ধ ছড়াতে পারে| আপনার টয়লেট বৌল আপনি পরিষ্কার করা শুরু করার আগে রাবারের গ্লাভস পরুন| আপনার টয়লেট বৌলের ভেতর ও বাইরের কিনারায় আধ কাপ ভিনিগার ঢালুন এবং এটা গড়িয়ে নীচের গোড়ায় যেতে দিন| এটা পাঁচ মিনিট লেগে থাকতে দিন| তারপর, একটা টয়লেট ব্রাশ ব্যবহার করে পুরো টয়লেট বৌল ভালোভাবে পরিষ্কার এবং ফ্লাশ করুন| দরকার হলে এই প্রক্রিয়া পুনরায় বেশ কয়েকবার করুন|
৪) আয়না
আপনার বাথরুমের আয়না পরিষ্কার করতে, ১ কাপ বেকিং সোডা এবং ১ কাপ জল দিয়ে একটা পেস্ট বানান| আয়নার ওপর খানিকটা জল স্প্রে করুন এবং স্পঞ্জ বা নরম নাইলন স্ক্রাবিং ব্রাশ দিয়ে পুরো উপরিতলের ওপর এই পেস্ট ঘষুন| সাধারণ জল দিয়ে ভালোভাবে ধুয়ে দিন| আপনার আয়না থেকে সাবান এবং টুথপেস্টের দাগগুলো দূর করতে এই পদ্ধতি ব্যবহার করুন|
আপনার বাথরুম ফিক্সচার্স ঝকঝকে রাখুন আর একটা পরিচ্ছন্ন উপায়ে প্রতিটা দিন শুরু করুন|