লাইমস্কেল ক্ষতিকারক না হলেও জলের গতি কমিয়ে দেয়। নীচে লেখা ৩টি ধাপ অনুসরণ করে এই দাগ দূর করুন।
বাড়িতে জলের কলে কি বিশ্রি আস্তরণ পড়ে গেছে? এই সহজ পদ্ধতিতে ফের ঝকঝকে করে ফেলুন!
আইরনযুক্ত উবে যায় তখন কলের উপর সাদা আস্তরণ পড়ে যায়। একে বলে লাইমস্কেল।
নিবন্ধ আপডেট হয়েছে
শেয়ার করুন
১ম ধাপ:
পরিষ্কার করুন: কলের উপরে খানিকটা ভিনিগার (লঘু করা নয়) ঢেলে দিন। সব জায়গায় ঠিকমতো ছড়াতে স্প্রে বোতল ব্যবহার করতে পারেন। অথবা ভিনিগারের সঙ্গে আধ কাপ লেবুর রস মিশিয়ে নিতে পারেন, এতে পরিষ্কারের পর একটা সুগন্ধও থাকবে।
২য় ধাপ:
ভিজিয়ে রাখুন: এভাবে আস্তরণের ঘনত্ব অনুযায়ী ১৫ থেকে ৩০ মিনিট রেখে দিন।
৩য় ধাপ:
মুছে নিন:দাগ লেগে থাকা অংশ স্ক্রাবার দিয়ে ঘষে নিন। তবে খুব শক্ত স্ক্রাবার ব্যবহার করবেন না। তাতে আপনার কলের ক্ষতি হতে পারে।
নিবন্ধটি মূলত প্রকাশিত