Unilever logo

শিশুদের জামাকাপড় ভালভাবে কাচতে কী করবেন, কী করবেন না

আমরা সব সময়ই সন্তানদের সেরা জিনিসটাই দিতে চাই। দেখে নিন, শিশুর জামাকাপড় কাচার সময় কী করবেন, কী করবেন না ।

নিবন্ধ আপডেট হয়েছে

প্রথম বার ব্য়বহারের  আগে আপনার শিশুর নতুন জামাকাপড় ধুয়ে নিন।

কার্যকরীভাবে শিশুর জামাকাপড় কাচতে কী করবেন .কী করবেন না

জামাকাপড় থেকে যাতে ফুঁসকুড়ি, অ্যালার্জি বা চামড়ার অন্য কোনও সমস্যা না হয়, তার জন্য আপনার শিশুর জামাকাপড় সঠিকভাবে কাচা খুবই গুরুত্বপূর্ণ।

করবেন

১) শিশুর জামাকাপড় কাচতে ঠান্ডা জল ব্যবহার করুন।

২) ওয়াশিং পাউডারের বদলে তরল ডিটারজেন্ট ব্যবহার করুন। কারণ, তরল ডিটারজেন্ট সহজেই জলের সঙ্গে মিশে যায়।

৩) শিশুর জামাকাপড়ের জন্য আলাদা একটি ঝুড়ি ব্যবহার করুন। ওয়াশিং পাউডারে কাচা জামাকাপড়ের সঙ্গে মেশাবেন না।

করবেন না

১) গরম জল ব্যবহার করবেন না। কারণ এটা জামাকাপড়ের সুতোর উপর বেশি কার্যকরী হয়। ফলে জামাকাপড় কুঁচকে যাওয়ার সম্ভবনা বাড়ে।

২) সুতো নরম করার কোনও উপাদান ব্যবহার বা ড্রায়ার ব্যবহার থেকে দূরে থাকুন। এগুলিতে আপনার শিশুর অ্যালার্জির প্রবণতা বাড়তে পারে।

৩) জামাকাপড় ধোয়ার আগে দাগ তুলে ফেলুন। ভাল ফল পেতে স্টেইন রিমুভার ব্যবহার করুন।

সেরা উপায়:

প্রথম বার ব্যবহারের আগে নতুন জামাকাপড় ধুয়ে নিন।

নিবন্ধটি মূলত প্রকাশিত