দুর্ভাগ্যবশত এরকম ঘটনা যে কোনও জায়গায় ঘটতে পারে। চিন্তা করবেন না। এই নির্দেশিকা মেনে সেই সব দাগ থেকে মুক্তি পান।
- Home
- পোশাকের যত্ন
- বিয়েবাড়িতে জামায় চাটনি পড়ে গেছে? কীভাবে আপনার দামি পোশাক সহজেই দাগমুক্ত করতে পারেন, দেখে নিন!
বিয়েবাড়িতে জামায় চাটনি পড়ে গেছে? কীভাবে আপনার দামি পোশাক সহজেই দাগমুক্ত করতে পারেন, দেখে নিন!
ধরুন, কোনও বিয়েবাড়িতে গেছেন, আর আপনার সাদা জামায় সস পড়ে গেল।ব্যাপারটা দেখতে কষ্ট হলেও সেই কষ্টটা যেন পরিষ্কার করতে গিয়ে না হয়।
নিবন্ধ আপডেট হয়েছে
শেয়ার করুন
১ম ধাপ
দাগের উপর কিছুটা গ্লিসারিন দিয়ে আঙুল দিয়ে ঘষে নিন। এভাবে কিছুক্ষণ রেখে দিন।
২য় ধাপ
ঠান্ডা জলে রগড়ে নিন। তারপর কোনও দাগ রিমুভার ব্যবহার করুন। তাতে কাপড়ের রঙ ঠিক থাকবে।
৩য় ধাপ
১ ভাগ হাইড্রোজেন পার অক্সাইড এবং ৯ ভাগ ঠান্ডা জলে কমপক্ষে আধ ঘণ্টা চুবিয়ে রাখুন।
৪র্থ ধাপ
আপনার পোশাকের সহনক্ষমতা অনুযায়ী গরম জলে ধুয়ে নিন। এরপর আরও একবার রগড়ে ধুয়ে নিন।
আর এভাবেই অস্বস্তিকর দাগ তুলে ফেলুন।
নিবন্ধটি মূলত প্রকাশিত