আপনার পোশাকের ওপর এমব্রয়ডারি যত বেশি জটিল, ততই এর অধিক যত্ন দরকার| ওগুলো কাচার আগে লেবেলে থাকা যত্ন নেওয়ার নির্দেশগুলো সর্বদা পড়ুন| বাড়িতে কাচতে পারা যায় এমন পোশাকগুলোর জন্যে নিম্নলিখিত টিপ্স উপযোগী হবে|
এইসব চমৎকার টিপ্স দিয়ে আপনার এমব্রয়ডারি করা পোশাক দীর্ঘদিন টেকসই করুন
হাতে বোনা এমব্রয়ডারি করা পোশাকগুলো ব্যয়সাপেক্ষ| তাই আপনার এমব্রয়ডারি করা পোশাকের জন্যে এইসব সরল ফ্যাব্রিক কেয়ার টিপ্স অনুসরণ করুন|
নিবন্ধ আপডেট হয়েছে
শেয়ার করুন
১) পাকা রঙের জন্যে পরীক্ষা
আপনার পোশাকে বহুবিধ রঙের সুতো দিয়ে এমব্রয়ডারি করা থাকলে, বাড়িতে এই সরল পরীক্ষা ট্রাই করুন| ঠান্ডা জলে একটা সাদা কাপড় চোবান আর এমব্রয়ডারির প্যাচের ওপর হালকা ভাবে রগড়ান| কাপড় ব্যবহার ঝামেলার ব্যাপার হলে, একটা তুলোর গোলা ট্রাই করুন| এখন, সাদা কাপড় বা তুলোর গোলায় কোনও রঙ লেগেছে কিনা পরীক্ষা করুন| রঙ লেগে থাকলে, আপনার পোশাক বাড়িতে কাচবেন না, এটা ড্রাই-ক্লিনিংয়ের জন্যে পাঠানো দরকার|
২) দাগযুক্ত জায়গাগুলো প্রি-ট্রিট করুন
আপনার সুরুচিপূর্ণ এমব্রয়ডারি করা ড্রেসের ওপর দুর্ঘটনাবশত কিছু পড়ে যাওয়ার ক্ষেত্রে, দাগটার যত শীঘ্র সম্ভব ব্যবস্থা করুন| আপনার পোশাক যদি আপনি হাত দিয়ে কাচেন, তাহলে ২ কাপ জলে ১ টেবিল চামচ মৃদু ডিটার্জেন্ট মিশিয়ে ক্লিনিং সলিউশন বানান| এই সলিউশন দাগধরা জায়গায় প্রয়োগ করুন আর প্রায় ১০ মিনিট রেখে দেওয়ার পর সাধারণত আপনি যেমন করে থাকেন সেইভাবে কেচে নিন|
৩) ঠান্ডা জলে চোবান
রঙ বের হওয়া প্রতিরোধ করতে সর্বদা ঠান্ডা জলে আপনার দামি এমব্রয়ডারি পোশাক চোবাবেন|
৪) মৃদু ডিটার্জেন্ট ব্যবহার করুন
আপনার এমব্রয়ডারি-করা পোশাক কাচতে আপনার ব্যবহার করা ডিটার্জেন্ট যাতে দ্রুত জলে গুলে যায় এবং ফ্যাব্রিকের ওপর কোমল হয় সেটা নিশ্চিত করুন| ডিটার্জেন্টের অবশিষ্টাংশ আপনার পোশাকের ক্ষতি করতে পারে|
৫) নিংড়াবেন না
আপনার এমব্রয়ডারি-করা পোশাক কখনো নিংড়াবেন না| আপনার পোশাক থেকে বাড়তি জল চিপে বের করার দরকার হলে, সেটাকে একটা পরিষ্কার, শুকনো তোয়ালেতে জড়িয়ে নিন| তারপর, বাড়তি জল দূর করতে তোয়ালেতে হালকাভাবে চাপ দিন|
৬) সরাসরি রোদে শুকোবেন না
সরাসরি রোদের প্রভাব এমব্রয়ডারির সুতোগুলোর ক্ষতি করতে পারে| আপনার এমব্রয়ডারি-করা পোশাক সমান জায়গায় একটা পরিষ্কার, শুকনো তোয়ালে পেতে, তার ওপর মেলে দিন আর হাওয়ায় শুকিয়ে যেতে দিন|
৭) ইস্ত্রি করবেন না
আপনার এমব্রয়ডারি-করা পোশাক ইস্ত্রি করতে যদি আপনি গার্মেন্ট স্টিমার ব্যবহার করতে পারেন, তাহলে ভালো হয়| যদি সেটা পাওয়া না যায় তাহলে উল্টে নিয়ে পোশাকের ভেতরদিক বাইরে করে প্রচলিত আয়রন দিয়ে ইস্ত্রি করতে পারেন|
৮) মসলিন কাপড়ে জড়িয়ে রাখুন
আপনার এমব্রয়ডারি-করা পোশাক ভেতরদিকটা বাইরে করে ভাঁজ করুন আর একটা মসলিন কাপড়ে পরিপাটিভাবে জড়িয়ে নিন| শুকনো জায়গায় রেখে দিন|
আপনার এমব্রয়ডারি-করা পোশাক দীর্ঘদিনের জন্যে নতুন আর উজ্জ্বল দেখানোর মতো রাখতে এইসব সরল ও কার্যকর টিপ্স ট্রাই করুন|
নিবন্ধটি মূলত প্রকাশিত