টাটকা সুগন্ধে ভরা অন্তর্বাস হলো দিনভরের তরতাজাভাব সুনিশ্চিত করার এক নিশ্চিত উপায়| আপনি যদি এগুলোকে ভালো গন্ধময় রাখার সরল অথচ প্রভাবদায়ক টিপ্সের সন্ধান করেন, তাহলে আপনি সঠিক জায়গায় আছেন| এই নিবন্ধে আমরা আপনার কমনীয় অন্তর্বাসকে টাটকা সুগন্ধময় রাখতে কয়েকটা চমৎকার টিপ্স আপনাকে জানাচ্ছি|
- Home
- পোশাকের যত্ন
- আপনার কমনীয় অন্তর্বাস দারুণ সুগন্ধময় রাখার সহজ পদক্ষেপসমূহ
আপনার কমনীয় অন্তর্বাস দারুণ সুগন্ধময় রাখার সহজ পদক্ষেপসমূহ
আপনি যদি আপনার অন্তর্বাসে মনোরম সুগন্ধ যুক্ত করার নানা উপায়ের সন্ধান করেন, তাহলে আপনার জন্যে আমাদের কাছে কিছু দারুন টিপ্স আছে| আপনার কমনীয় অন্তর্বাসকে চমৎকার সুগন্ধময় বানাতে এইসব ক্লিনিং টিপ্স ট্রাই করুন|
নিবন্ধ আপডেট হয়েছে
শেয়ার করুন
১) ফ্যাব্রিক সফ্টনার
যদি আপনি ওয়াশিং মেশিনে আপনার অন্তর্বাস কাচেন, তাহলে রিন্স সাইকেলে ১ টেবিল চামচ ফ্যাব্রিক সফ্টনার দিন| যদি আপনি হাত দিয়ে আপনার কমনীয় অন্তর্বাসগুলো কাচেন, তাহলে এক বালতি জলে আধ টেবিল চামচ ফ্যাব্রিক সফ্টনার দিন আর অন্তর্বাসগুলো ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখার পর, ওগুলো কেচে নিন এবং ঝুলিয়ে শুকোতে দিন|
২) ভিনিগার
আপনার অন্তর্বাস থেকে টাটকা সুগন্ধ পাওয়ার এক সরল উপায় হলো ভিনিগার| আধ বালতি ঈষদুষ্ণ জলে, ১ টেবিল চামচ হোয়াইট ভিনিগার মেশান| বালতির মধ্যে কমনীয় অন্তর্বাসগুলো ৩০ মিনিট চুবিয়ে রাখুন| তারপর সাধারণত আপনি যেভাবে করেন সেইভাবে ধুয়ে নিন| ভিনিগার বদ গন্ধের কারণে হওয়া ব্যাক্টিরিয়াকে মারতে সাহায্য করবে আর টাটকা সুগন্ধ যুক্ত করবে|
৩) অত্যাবশ্যক তেল
আধ কাপ জল আর ৫-৬ ফোঁটা আপনার পছন্দের অত্যাবশ্যক তেল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন| ২-৩টে তুলোর বল নিয়ে এই মিশ্রণে ভেজান| তুলোর বলগুলো এই দ্রবণ শুষে নিলে, সেগুলো একটা মেশ ব্যাগে রাখুন| ব্যাগটা আপনার অন্তর্বাস রাখার ড্রয়ারে বা আলমারিতে ঝুলিয়ে রাখুন| ফুলের গন্ধের জন্যে, ৩ ফোঁটা রোজ এসেন্সিয়াল অয়েল এবং ২ ফোঁটা জেরানিয়াম এসেন্সিয়াল অয়েল মেশান| বিদেশী গন্ধের জন্যে, ৩ ফোঁটা স্পাইসি ব্ল্যাক পিপার এসেন্সিয়াল অয়েল, ১ ফোঁটা লেমন এসেন্সিয়াল অয়েল এবং ২ ফোঁটা য়লং-য়লং এসেন্সিয়াল অয়েল মেশান|
৪) ল্যাভেন্ডার ওয়াটার
আপনার অন্তর্বাস সুগন্ধময় করার আরেকটা উপায় হলো ল্যাভেন্ডার ওয়াটার এবং এটা বাজারে সহজেই পাওয়া যায়| যদি আপনি ওয়াশিং মেশিনে আপনার অন্তর্বাস কাচেন, তাহলে রিন্স সাইকেলের পূর্বে, আপনার ওয়াশিং মেশিনে ১ টেবিল চামচ ল্যাভেন্ডার ওয়াটার দিন|
যদি আপনি হাত দিয়ে আপনার অন্তর্বাস কাচেন, তাহলে এক বালতি জলে ১ টেবিল চামচ ল্যাভেন্ডার ওয়াটার দিন| তার মধ্যে অন্তর্বাসগুলো ১৫ মিনিট ভিজিয়ে রাখার পর, ওগুলো কেচে নিন এবং ঝুলিয়ে শুকোতে দিন| আরো বেশি দিন ধরে সুগন্ধ স্থায়ী করতে, ল্যাভেন্ডার ওয়াটারের সঙ্গে ১ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিন|
মনোরম সুগন্ধময় অন্তর্বাস আপনাকে প্রাণবন্ত এবং স্বচ্ছন্দ অনুভব করাবে| সুতরাং সব সময় আপনার অন্তর্বাস সুগন্ধময় রাখতে এইসব টিপ্স ট্রাই করুন|
নিবন্ধটি মূলত প্রকাশিত