একটা সিকুইন ব্লাউজ বেশ দামি এবং সূক্ষ্ম। আর তাই বাড়তি যত্ন নেওয়া দরকার। আপনার ব্লাউজ কাচার আগে সর্বদা কেয়ার লেবেল নির্দেশাবলী পড়ুন।
আপনার ব্লাউজ সেরা অবস্থায় রাখতে, এখানে দেওয়া টিপ্স ব্যবহার করুন।
প্রত্যেক মহিলার পোশাকের আলমারিতে একটা ওয়েস্টার্ন সিকুইন ব্লাউজ থাকবেই থাকবে। আর তাই আপনার সিকুইন ব্লাউজ নতুনের মতো রাখতে এখানে রইল পোশাকের যত্নের কিছু টিপ্স।
নিবন্ধ আপডেট হয়েছে
একটা সিকুইন ব্লাউজ বেশ দামি এবং সূক্ষ্ম। আর তাই বাড়তি যত্ন নেওয়া দরকার। আপনার ব্লাউজ কাচার আগে সর্বদা কেয়ার লেবেল নির্দেশাবলী পড়ুন।
আপনার ব্লাউজ সেরা অবস্থায় রাখতে, এখানে দেওয়া টিপ্স ব্যবহার করুন।
এক বাটি ঠান্ডা জলে 2 চা-চামচ মাইল্ড ডিটার্জেন্ট দিন। এই ক্লিনিং সলিউশনে একটা তুলোর ন্যাতা চোবান আর ব্লাউজের দাগধরা জায়গা মুছুন। আপনার আঙুল দিয়ে হালকা ভাবে দাগধরা জায়গা ঘষুন। সাবানজলের অবশিষ্টাংশ দূর করতে, পরিষ্কার জলে সুতির কাপড় ভিজিয়ে নিন আর সেটা দিয়ে দাগ শুষে নিন।
লেবেলে যদি বলা থাকে যে আপনার সিকুইন ব্লাউজ আপনি মেশিন-ওয়াশ করতে পারেন তাহলে মেশিনে দেওয়ার আগে বোতাম লাগিয়ে বা জিপ টেনে বন্ধ করে, ব্লাউজের ভেতরদিক বাইরে করে উল্টে নিন। জেন্টল সাইকলে মেশিন চালান এবং ঠান্ডা জলের সঙ্গে মাইল্ড ডিটার্জেন্ট ব্যবহার করুন। আপনার সিকুইন ব্লাউজ মেশিন-ড্রাই করবেন না। তার বদলে পরিষ্কার তোয়ালের ওপর মেলে দিয়ে শুকিয়ে নেবেন। এছাড়াও খুব বেশিক্ষণ ঝুলিয়ে রাখলে আপনার সিকুইন ব্লাউজের আকারের ক্ষতি হতে পারে।
বোতাম লাগিয়ে বা জিপ টেনে বন্ধ করে, ব্লাউজের ভেতরদিক বাইরে করে উল্টে নেওয়ার পর, এটা এক বালতি ঠান্ডা জলে চোবান। বালতিতে 2 চা-চামচ মাইল্ড ডিটার্জেন্ট দিন আর ভালোভাবে মেশান। এই সাবানজলে ব্লাউজ 10 মিনিট রেখে দিন। তারপর তুলে নিয়ে পরিষ্কার জলে কেচে নিন। পরিষ্কার তোয়ালের ওপর আপনার সিকুইন ব্লাউজ মেলে শুকোন আর হাওয়ায় শুকিয়ে যেতে দিন।
সর্বদা আপনার সিকুইন ব্লাউজের ভেতরদিক বাইরে করে উল্টে নিয়ে কম হিট সেটিংয়ে ইস্ত্রি করুন। আপনার সিকুইন ব্লাউজ আপনি স্টিম আয়রন করতেও পারেন। আপনার কাছে স্টিমার না থাকলে, আপনি দীর্ঘ সময় ধরে হট শাওয়ার নেওয়ার সময়ে বাথরুমের ভেতরে আপনার সিকুইন ব্লাউজ ঝুলিয়ে রাখতে পারেন।
অন্যান্য পোশাকের সঙ্গে আপনার সিকুইন ব্লাউজ গাদা করে রাখবেন না। ভেতরটা বাইরে করে ভাঁজ করুন আর আপনার পোশাকের আলমারিতে রাখার আগে একটা মেশ ব্যাগের মধ্যে ভরুন।
সিকুইন ব্লাউজ দিয়ে আপনার জীবনে দ্যুতি যুক্ত করুন!
নিবন্ধটি মূলত প্রকাশিত