বাঙালিদের বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানে পরিবেশন হওয়া বিশেষ, চিরাচরিত খাদ্যপদার্থ হলো পায়েস। আপনার ছোট্টসোনা থেকে বড়রা, সকলেই এই খাদ্যপদার্থের অতিশয় অনুরাগী। কিন্তু কখনো-কখনো এটা আপনার সুন্দর সোফায় আপনারই ছোট্টসোনার হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু পায়েসে ব্যবহৃত মূল উপকরণগুলো হলো ঘি, কেসর, বাদাম ইত্যাদি, তাই তেলতেলে দাগ পড়তে পারে। আর এর জন্যে দরকার সুনির্দিষ্ট পরিষ্কার করার প্রক্রিয়া।
একজন পেশাদারের মতো দাগ তুলে ফেলতে এই ধাপে-ধাপে পরিষ্কার করার প্রক্রিয়া ট্রাই করুন।
ধাপ 1 : অবশিষ্টাংশ দূর করুন
কযেকটা পেপার টাওয়েল বা সুতির কাপড় ব্যবহার করে অবশিষ্টাংশ দূর করুন
ধাপ 2 : ক্লিনিং সলিউশন বানান
এক বাটি ঈষদুষ্ণ জলে 2 চা-চামচ ডিশওয়াশিং লিকুইড, 1 চা-চামচ ভিনিগার আর 1 চা-চামচ সৈন্ধব লবণ মিশিয়ে একটা ক্লিনিং সলিউশন বানান। ফ্যাব্রিক সোফার জন্যে এই সলিউশন কাজ করে। যদি আপনি লেদার সোফা পরিষ্কার করেন, তাহলে শুধু সৈন্ধব লবণ বাদ দেবেন।
ধাপ 3 : দাগ মুছে দিন
এই সলিউশনে একটা স্পঞ্জ ভিজিয়ে নিয়ে দাগ মুছে দিন। যতটা বেশি সম্ভব লেগে থাকা দূর করুন। এখনই দাগের বেশিরভাগ উঠে যাবে।
ধাপ 4 : জায়গাটা শুকিয়ে নিন
একবার দাগ চলে গেলে, কোনো ময়শ্চার যে রয়ে যায়নি সেটা নিশ্চিত করতে একটা পরিষ্কার সুতির তোয়ালে দিয়ে চাপড় দিয়ে পুরো জায়গাটা শুকিয়ে নিন।
তাহলে দাগের ভয় ছাড়াই এবারের উৎসবের মরসুমে সুস্বাদু পায়েস বানাতে তৈরি হয়ে যান।