একটা পরিচ্ছন্ন, আরামদায়ক সোফার থেকে অন্যকিছুই আপনার লিভিং রুমকে আরো আমন্ত্রণমূলক বানায় না| কিন্তু বাড়িতে আপনার বাচ্চা থাকলে, তা আপনি যতই সাবধানী হোন-না কেন, দুর্ঘটনাবশত আপনার সোফায় চলকে পড়া ও দাগ ধরা অনিবার্য্| আর আপনার সাদা সোফা থাকলে, বিষয়টা আরো নাটকীয় মোড় নিতে পারে|
অবশ্য, শরবত এবং ফলের রসের মতো কিছু দাগের সহজেই মোকাবিলা করা যেতে পারে। বছরে অন্তত একবার পেশাদার সাহায্যের জন্যে ডাকা খুবই ভালো ভাবনা| আর অন্য সময়ে এইসব টিপ্স কাজে লাগবে|
১. লেদার সোফা
সোফা থেকে শরবত শুষে নিতে দাগ ধরা জায়গায় একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে হালকাভাবে থাবড়ান। এক বাটি জলে ২ চা চামচ লিকুইড ডিটার্জেন্ট দিন আর ভালো করে মেশান| এই ক্লিনিং সলিউশনে একটা নরম স্পঞ্জ ভিজিয়ে নিয়ে, সেটা দিয়ে আপনার সোফার দাগধরা জায়গা মুছে ফেলুন|
এরপর, ২ বাটি ঈষদুষ্ণ জল একটা বালতিতে ঢালুন| একটা শুকনো, পরিষ্কার তোয়ালে ভিজেভাব করতে এই জল ব্যবহার করুন| সোফা থেকে ক্লিনিং সলিউশন মুছে ফেলতে এই তোয়ালে ব্যবহার করন। কোনও জলছাপ পড়ে না থাকা নিশ্চিত করতে একটা শুকনো তোয়ালে দিয়ে দাগধরা জায়গা মুছে দিন|
২. ফ্যাব্রিক-এর ঢাকনা যুক্ত সোফা
সাদা ফ্যাব্রিক-এর সোফার ওপর দুর্ঘটনাবশত কিছু চলকে পড়ার ক্ষেত্রে, অবিলম্বে একটা শুকনো সুতির কাপড় নেবেন আর দাগধরা জায়গাটা মুছে ফেলবেন| সোফার ওপর চলকে পড়া শরবতের বেশিরভাগই সুতির কাপড় শুষে নেবে|
একটা বাটিতে দু কাপ ঈষদুষ্ণ জল, ১ কাপ ভিনিগার, ১ কাপ বেকিং সোডা আর ২ চা চামচ রক সল্ট দিন| এইসব উপাদান ভালোভাবে মেশান এবং একটা স্প্রে বোতলে ভরুন|
এখন, দাগধরা জায়গায় সলুশন স্প্রে করুন আর হালকাভাবে মাইক্রোফাইবার কাপড় দিয়ে চাপড়ান| আপনাকে হয়তো মাইক্রোফাইবার কাপড়েও স্প্রে করতে হবে এবং কাপড়টা দিয়ে দাগধরা জায়গায় বহুবার চাপ দিন| এটা হলো কয়েক মিনিটে আপনার সোফা থেকে শরবতের দাগ ও গন্ধ দূর করার সরলতম উপায়গুলোর অন্যতম| একবার শরবতের দাগ অদৃশ্য হলে, একটা পরিষ্কার, শুকনো কাপড় দিয়ে দাগের জায়গাটা থাবড়ে শুকিয়ে নিন|
তাহলে আপনি একজন পেশাদারের মতো আপনার সোফা পরিষ্কার করেছেন| সুতরাং সোফার ওপর পরের বার আপনার বাচ্চা শরবত ফেললে কোনও চোখ রাঙানোর দরকার নেই, কেননা সঠিকভাবে করণীয় কী আপনি তা জানেন|