শিশুরা প্রচুর সময় তাদের পড়ার টেবিলে কাটায় - পড়া, লেখা, আঁকা এবং গেম খেলায়| আর তাই সেই জায়গাটা পরিপাটি, গোছানো এবং প্রাণবন্তময় রাখা গুরুত্বপূর্ণ| এটা আপনার বাচ্চার মনোযোগ, ভাবনাচিন্তা করার ক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়িয়ে তুলবে।
এখানে রইল কিছু স্মার্ট টিপ্স, যা আপনি ব্যবহার করতে পারেন|
1) একটা রঙ পছন্দ করুন
আপনার বাচ্চার জন্যে একটা পড়ার টেবিল নির্বাচন করার ক্ষেত্রে, এমন একটা রঙ বেছে নেওয়া ভালো, যেটা আপনার বাচ্চা পছন্দ করে| আপনি আপনার বাচ্চার প্রিয় সুপারহিরো থিম বেছে নিতে এবং নানা স্টিকার দিয়ে জায়গাটা সাজাতেও পারেন।
2) একটা টেবিল এবং চেয়ার বেছে নিন
আপনার বাচ্চারা টেবিলে পেন, পেন্সিল, স্কেচ পেন এবং ওয়াটার কালার ব্যবহার করে আর পড়ার টেবিলে দাগ ধরার সম্ভাবনা প্রবল| আমরা আপনাকে একটা গাঢ় রঙ বেছে নিতে পরামর্শ দিচ্ছি, যাতে দাগগুলো সহজে পরিষ্কার করতে পারা যাবে এবং স্পষ্টভাবে দেখা যাবে না| আপনার বাচ্চার জন্যে একটা আরামদায়ক চেয়ারও বেছে নেবেন|
3) স্বাভাবিক আলো যুক্ত একটা স্থান নির্বাচন করুন
স্বাভাবিক সূর্যের আলো হচ্ছে মেজাজ উন্নতিসাধনকারী, তাই আপনার বাচ্চার পড়ার টেবিল এমন একটা জায়গায় রাখাটা ভালো ধারণা, যেখানে দিনেরবেলায় সবচেয়ে বেশি রোদ পায়, যেমন জানলার কাছে বা ঠিক আপনার ব্যালকনির পাশে| সন্ধের পর ব্যবহার করার জন্যে টেবিলের ওপর একটা অ্যাডজাস্টেবল ল্যাম্প রাখতে পারেন| সুনির্দিষ্ট বিষয়ের ওপর ফোকাস করতে আলো আপনার সন্তানকে সাহায্য করবে|
4) মজুত রাখার ক্ষমতা
নিশ্চিত করুন যে আপনার বাচ্চার জন্যে স্টেশনারি আর লেখাপড়ার সামগ্রী মজুত রাখার জন্য বেশ কয়েকটা ড্রয়্যার থাকা টেবিল আপনি নির্বাচন করবেন| বিভিন্ন বিষয়ের জন্যে আপনি প্রতিটি নোটবুক, টেক্সটবুক, ড্রইং ফোলিও এবং ফাইলে মনোনীত রঙের ট্যাগ লাগাতেও পারেন।
ডেস্কটা সাজানোর পরিকল্পনা এমন ভাবে করুন যাতে আপনার বাচ্চা নিবিষ্ট থাকে| ব্যবস্থাটাকে আরো আকর্ষক করার জন্য আপনি তাতে খানিকটা অদলবদল ও রঙও যোগ করতে পারেন। ব্যক্তিগত স্পর্শ দেওয়ার জন্য একটা ওয়ার্ল্ড ম্যাপ, আপনার বাচ্চার ডিআইওয়াই ক্র্যাফট, অনুপ্রেরণামূলক বার্তা কিংবা পোস্টার বা কয়েকটা ফ্রেমে বাঁধানো ছবি অন্তর্ভুক্ত করুন| এই ব্যবহারিক পথনির্দেশ সহযোগে, আপনার বাচ্চার পড়ার টেবিলের জন্যে সঠিক পছন্দ করতে আপনি সক্ষম হবেন|