কচি বাচ্চারা প্রায়ই তাদের খেলনাগুলোর মধ্যে প্রথম সেরা বন্ধুকে খুঁজে পায়, কিন্তু সবকিছু মুখে দেওয়ার প্রবণতা তাদের থাকে| এটা এর পরিণামে ক্ষতিকারক রোগ-সৃষ্টিকারী জীবাণুগুলো আপনার বাচ্চার পেটে চলে যেতে পারে| তাই, আপনার বাচ্চার খেলনাগুলো জীবাণুমুক্ত করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যখন প্রাথমিক পরিচর্যা প্রদানকারী বা পরিবারের অন্য কেউ অসুস্থ থাকে| আর অন্য সময়ে, আপনার বাচ্চার খেলনাগুলো সপ্তাহে একবার পরিষ্কার করুন|
প্রভাবদায়কভাবে আপনার বাচ্চার খেলনাগুলো জীবাণুমুক্ত করার কিছু টিপ্স এখানে রইল| অবশ্য, শুরু করার পূর্বে, মন দিয়ে খেলনাগুলোর ওপর নির্মাতার নির্দেশাবলি বা কেয়ার লেবেল মন দিয়ে পড়া আপনাকে নিশ্চিত করতে হবে|
১) প্লাস্টিকের খেলনা জীবাণুমুক্ত করা
আপনি জীবাণুনাশক উপাদান থাকা মৃদু ডিটারজেন্ট এবং উষ্ণ জল ব্যবহার করে আপনার ছোট্টসোনার প্লাস্টিকের খেলনাগুলো ধুতে পারেন| এক বালতি উষ্ণ জলে, ১ টেবিল চামচ মৃদু ডিটারজেন্ট দিন আর তার মধ্যে সব খেলনাগুলো ফেলুন| ২০ মিনিট অপেক্ষা করুন এবং হালকাভাবে হ্যান্ড-ওয়াশ করুন| একটা পরিষ্কার তোয়ালে ব্যবহার করে খেলনাগুলো শুকিয়ে নিন।
ব্যাটারি-চালিত প্লাস্টিকের খেলনার জন্যে, সাবান জলে ভিজিয়ে নেওয়া কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিন| তারপর আরেকটা শুকনো কাপড় দিয়ে মুছে নিন| ওয়াশ করার আগে ব্যাটারি খুলে নেওয়া নিশ্চিত করবেন|
১) কাঠের তৈরি খেলনা জীবাণুমুক্ত করা
১ কাপ হোয়াইট ভিনিগার, ১ কাপ জল আর ৩-৪ ফোঁটা ডিটারজেন্ট ব্যবহার করে একটা মিশ্রণ বানান| এই মিশ্রণে একটা স্পঞ্জ ভিজিয়ে নিয়ে, সেটা দিয়ে কাঠের তৈরি খেলনা মুছে নিন| এবার একটা পরিষ্কার ভেজাভেজা তোয়ালে নিন আর সাবানপূর্ণ মিশ্রণ মুছে ফেলুন| খেলনাগুলো হাওয়ায় শুকিয়ে যেতে দিন|
৩) ফ্যাব্রিকের খেলনা জীবাণুমুক্ত করা
আপনি বেবি ওয়াইপ্স দিয়ে আপনার বাচ্চার স্টাফড পশুগুলো স্পট-ক্লিন করতে পারেন| অথবা আপনি মৃদু ডিটারজেন্ট ব্যবহার করে, জেন্টল সাইকেলে আপনার ওয়াশিং মেশিনেও টয়েজ দিতে পারেন| ড্রায়ার ব্যবহার করবেন না| সেগুলো সরাসরি রোদে শুকোতে দিন| আপনার ব্যাটারি-চালিত খেলনাগুলো ওয়াশ না করার ব্যাপারে সাবধান হবেন|
৪) বাথ টয়েজ (জলে ভাসমান খেলনা) জীবাণুমুক্ত করা
আধ বালতি গরম জলে ১ কাপ হোয়াইট ভিনিগার সমান অংশে মিশিয়ে ক্লিনিং সল্যুশন বানান| এই সল্যুশনে খেলনাগুলো ২০ মিনিট চুবিয়ে রাখুন| তারপর পরিষ্কার জল দিয়ে সেগুলো ধুয়ে নিন|
৫) ধাতুর তৈরি খেলনা জীবাণুমুক্ত করা
এক বালতি জলে ১ টেবিল চামচ ডাইলুটেড ব্লিচ দিন| এই সল্যুশনে ধাতুর তৈরি খেলনাগুলো ১০ মিনিট চুবিয়ে রাখুন| তারপর, পরিষ্কার জল দিয়ে খেলনাগুলো ধুয়ে নিন আর হাওয়ায় শুকিয়ে যেতে দিন| ব্লিচ ব্যবহার করার সময় রাবারের গ্লাভস ব্যবহার করার কথা মনে রাখবেন|
৬) রবারের তৈরি খেলনা জীবাণুমুক্ত করা
একটা বাটিতে সমান অনুপাতে হোয়াইট ভিনিগার আর জল মিশিয়ে তার মধ্যে পরিষ্কার করার একটা কাপড় ভিজিয়ে নিন| পরিষ্কার করার কাপড় দিয়ে রবারের খেলনাগুলো মুছে নিন আর হাওয়ায় শুকোতে দিন|
আপনার ছোট্টসোনাকে নিরাপদ আর সুস্থ রাখতে এইসব সহজ টিপ্স ব্যবহার করুন|