আপনার বাচ্চা বেডশিটের ওপর জুস ফেলেছে বলে নিরাশ না হয়ে, এটা পরিষ্কার করার জন্যে এইসব টিপ্স প্রয়োগ করুন, যাতে দাগও যায় আর বেডশিট নতুনের মতো দেখায়|
আপনার বাচ্চা বেডশীটে ফেলেছে জুস? এইসব ষ্টেপ দিযে বেডশীট থাকবে সুরক্ষিত!
আপনার বাচ্চা কি বেডশিটের ওপর জুস ফেলেছে? হ্যাঁ হলে, পেশ করা হলো কিছু বিশেষ টিপ্স, যা দাগ দূর করবে আর বেডশিটকে রাখবে ফ্রেশ|
নিবন্ধ আপডেট হয়েছে
শেয়ার করুন
ধাপ ১ : দাগ পরিষ্কার করুন
বেডশিটে লাগা জুসের দাগ সদ্য হলে, তার ওপর পেপার টাওয়েল পেতে দিন| এর দ্বারা টাওয়েল জুস শুষে নেবে| আর জুসের দাগ শুকিয়ে গিয়ে থাকলে, চামচ দিয়ে চেঁচে দাগ ওঠান|
ধাপ ২ : দ্রবণ তৈরি করুন
বেডশিটে লাগা দাগ পরিষ্কার করার জন্যে ১ কাপ হোয়াইট ভিনিগার এবং ১৪ কাপ ডিশওয়াশ জেল মিশিয়ে দ্রবণ তৈরি করুন|
ধাপ ৩ : দ্রবণে চোবান
এখন তৈরি দ্রবণে বেডশিটের দাগ লাগা অংশ চোবান| অথবা বেডশিট সমতল স্থানে পেতে দিয়ে দাগের জায়গায় দ্রবণ লাগান| এখন হাত দিয়ে হালকা করে দাগ রগড়ান| সেইসঙ্গে যত বেশিক্ষণ দাগের ওপর দ্রবণ রাখবেন, ততটাই তাড়াতাড়ি দাগ পরিষ্কার হবে|
ধাপ ৪ : কেচে নিন
এখন, শেষে ওয়াশিং মেশিনে ঠান্ডা জল আর ১ টেবিল চামচ ডিটার্জেন্ট মিশিয়ে স্বাভাবিক সাইকল ব্যবহার করে বেডশিট কেচে নিন| যদি কাচার পরেও দাগ দেখা যায়, তাহলে উপরে প্রদত্ত প্রক্রিয়া পুনরায় প্রয়োগ করুন|
ধাপ ৫ : শুকিয়ে নিন
বেডশিট মেশিনে শুকোবেন না| সেইসঙ্গে বেডশিট সর্বদা হালকা রোদে শুকোবেন|
তাহলে বেডশিটের দাগ হয়ে গেছে তো গায়েব!
নিবন্ধটি মূলত প্রকাশিত