একটা ভিন্টেজ ওয়াল ক্লক শুধুই একটা ঘড়ি নয়, এটা আপনার বাড়ির হোম ডেকরের অত্যন্ত প্রশংসনীয় বস্তু। এটা বহু বছরের পুরনো হলেও, বেডরুম, লিভিং রুম, ব্যালকনির দেওয়ালের মতো আপনার বাড়ির যে-কোনো স্থানে একটা রাজকীয় পরশ যুক্ত করে। তাই এর বিশেষ যত্ন নেওয়া ও পরিষ্কার করা দরকার। এটা কীভাবে পরিষ্কার করবেন সেটা আপনাকে আমরা বলছি।
আপনার ভিন্টেজ ওয়াল ক্লক পরিষ্কার করার নিয়মানুগ উপায়
দেওয়ালে টাঙানো আপনার পুরনো, ভিন্টেজ ক্লক হলো আপনার বাড়ির জন্যে এক অনুপম অলঙ্কার। এই ধাপে ধাপে পরিষ্কার করার পদ্ধতি দিয়ে আসন্ন বছরগুলোর জন্যে এর আকর্ষণ বজায় রাখুন।
নিবন্ধ আপডেট হয়েছে
শেয়ার করুন
ধাপ 1 : ধুলো পরিষ্কার করুন
পুরো পরিতলের আলগা নোংরা ও ধুলো পরিষ্কার করতে একটা সফ্ট নাইলন ব্রাশ নিন।
ধাপ 2 : মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে দিন
এখন মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করে আপনার ভিন্টেজ ক্লকের পুরো পরিতল মুছে দিন।
ধাপ 3 : জেদি ময়লা পরিষ্কার করুন
কিছু জায়গায় কোনও জেদি এঁটে-ধরা ময়লা থাকলে, স্পট-ক্লিন করাই শ্রেয়। জলে একটা টুথব্রাশ চোবান আর হালকাভাবে ব্রাশ করে জায়গাগুলো পরিষ্কার করুন। ময়লা দূর করতে ব্রাশটা বারবার জলে চোবাতে থাকবেন।
ধাপ 4 : কাচ পরিষ্কার করুন
কাচ পরিষ্কার করতে, মাইল্ড ক্লিনিং সলিউশন বানান। একটা ছোট বাটিতে 1 চা-চামচ ডিশওয়াশিং লিকুইড দিন। এই সলিউশনে একটা টুথব্রাশ চোবান আর কাচের ওপর ঘষুন। চিড় ধরা এড়াতে হালকাভাবে ঘষুন।
ধাপ 5 : মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে দিন
এখন, বাড়তি ময়শ্চার শুষে নিতে মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে দিন।
ধাপ 6 : হাওয়ায় শুকিয়ে যেতে দিন
ক্লকের দ্রুত শুকিয়ে যাওয়া নিশ্চিত করতে পাখা চালিয়ে দিন।
মনে রাখুন নিজেই আপনার ভিন্টেজ ক্লকের কোনও মেক্যানিক্যাল পার্টস পরিষ্কার করবেন না। বিশেষজ্ঞকেই তার যত্ন নিতে দিন।
নিবন্ধটি মূলত প্রকাশিত