Unilever logo

চান কী পাখার গতি বাড়াতে? তাহলে পরিষ্কার করুন এই মতে!

আপনি কি আপনার ঘরের পাখার স্পিড বাড়ানোর সঙ্গে-সঙ্গে পাখার চাকচিক্য বজায় রাখতে চান? তাহলে পাখা পরিষ্কার করুন এইভাবে|

নিবন্ধ আপডেট হয়েছে

Make Your Fans Spin Like New with This Cleaning Method

ধুলো-মাটির দরুন পাখা তাড়াতাড়ি নোংরা হয়ে যায়| যার ফলে পাখার স্পিড কমে যেতে পারে আর পাখা তাড়াতাড়ি খারাপও হতে পারে| পাখা পরিষ্কার করার জন্যে কিছু ঘরোয়া টিপ্স মনে রাখা জরুরি|

পাখা পরিষ্কার করার আগে সুইচ বন্ধ করুন| ঘরাঞ্চিতে চড়ার সময় সতর্কতা অবলম্বন করুন এবং কারোর সাহায্য নিতে ভুলবেন না|

১) অলিভ অয়েল এবং ভিনিগার

পাখা পরিষ্কার করার জন্যে বাটিতে ২ চা চামচ ভিনিগার এবং ২ চা চামচ অলিভ অয়েল দিয়ে মিশিয়ে নিন| এটা স্প্রে বোতলে ভরুন| এর পর, একটা ঘরাঞ্চি পাখার তলায় রাখুন আর ওটাতে চড়ার আগে ২টো পরিষ্কার তোয়ালে বা ২ টুকরো সুতির কাপড় সঙ্গে নিন| প্রথমে পরিষ্কার কাপড় দিয়ে পাখায় জমা ধুলো পরিষ্কার করুন আর তারপর স্প্রে বোতল থেকে দ্রবণ পাখায় ছেটান| এবার অন্য কাপড়টা দিয়ে পরিষ্কার করুন|

২) শ্যাম্পু এবং নারকোল তেল

আপনি এই পদ্ধতিতেও পাখা ঝকঝকে করতে পারেন| এর জন্যে, এক বাটি পরিষ্কার জলে ২ চা চামচ করে শ্যাম্পু এবং নারকোল তেল মেশান| তারপর এটা স্প্রে বোতলে ভরুন| ২টো পরিষ্কার সুতির কাপড় নিন এবং স্প্রে বোতল সঙ্গে নিয়ে ঘরাঞ্চির সাহায্যে পাখা পর্যন্ত পৌঁছান| প্রথমে পরিষ্কার কাপড় দিয়ে পাখায় জমা ধুলো পরিষ্কার করুন| এখন স্প্রে বোতল থেকে দ্রবণ পাখায় ছেটান আর পরিষ্কার কাপড় দিয়ে হালকাভাবে হাত দিয়ে পাখা ঘষুন| এর দরুণ পাখা ঝকঝক করবে|

৩) কেরোসিন তেল

এটা হলো পাখা পরিষ্কার করার এক সহজ ও সরল ঘরোয়া উপায়| প্রথমে ঘরাঞ্চিতে চড়ে ভিজে কাপড় দিয়ে পাখায় জমা ধুলো পরিষ্কার করুন| এখন আধ বোতল কেরোসিন তেল নিন আর এতে পরিষ্কার কাপড় চোবান| ওটা দিয়ে পাখা পরিষ্কার করুন আর শুকনো কাপড় দিয়ে মুছে দিন| এইভাবে পাখা ঝকঝকে দেখাবে|

তাহলে এইসব উপায়ে আপনি আপনার ঘরের পাখা ঝকঝকে করতে পারেন|

নিবন্ধটি মূলত প্রকাশিত