আপনার প্রিয় বই আর এক কাপ কফি নিয়ে একটা বিকেল মানে দারুণ ব্যাপার। কিন্তু আপনি কি আপনার বুকশেল্ফের প্রয়োজনীয় যত্ন করেন? আর আপনি যদি আপনার বুকশেল্ফ পরিষ্কার করার সহজ উপায় খোঁজেন, তাহলে সেটা এখানে পাবেন। আমাদের কাছে আছে আপনার বুকশেল্ফ সঠিক উপায়ে পরিষ্কার করার যথাযথ পদ্ধতি।
- Home
- মেঝে এবং পৃষ্ঠতল পরিষ্কার করা
- আপনার বুকশেল্ফ পরিষ্কার ও বেদাগ রাখতে এটা ট্রাই করুন
আপনার বুকশেল্ফ পরিষ্কার ও বেদাগ রাখতে এটা ট্রাই করুন
আপনি আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবকে ঘনঘন বাড়িতে আসতে বললে, আপনি জানেন যে আপনার ঘরদোর পরিপাটি রাখার জন্য কতটা পরিশ্রম করতে হয়। এই লেখাতে আমরা আপনাকে বলবো কীভাবে আপনার বুকশেল্ফ ধুলো আর ঝুলকালি মুক্ত রাখবেন।
নিবন্ধ আপডেট হয়েছে
শেয়ার করুন
ধাপ 1 : আপনার বুকশেল্ফ খালি করুন
পরিষ্কার করা শুরু করার আগে আপনার বুকশেল্ফ পুরো খালি করুন। বইগুলো এক কোণায় গুছিয়ে রেখে দিন।
ধাপ 2 : ধুলো ঝাড়ুন
পরিষ্কার কাপড় দিয়ে আপনার বুকশেল্ফের সমস্ত জায়গার ধুলো ভালোভাবে ঝাড়ুন। জেদি ময়লা দূর করতে আপনি ব্রাশ ডাস্টারও ব্যবহার করতে পারেন।
ধাপ 3 : ভিজিয়ে পরিষ্কার করুন
ধুলো ঝাড়ার পর, জলের মধ্যে এক ফোঁটা ডিশওয়াশিং লিকুইড দিন আর ওই জলে একটা স্পঞ্জ ভিজিয়ে নিয়ে পুরো বুকশেল্ফ মুছে পরিষ্কার করুন। মোছার সময় মাঝে মাঝে নিংড়ে নিয়ে স্পঞ্জ পরিষ্কার রাখুন। কাঠের বুকশেল্ফ হলে এই পদক্ষেপ বাদ দেবেন।
ধাপ 4 : মুছে শুকিয়ে নিন
এবার আরেকটা শুকনো, পরিষ্কার মাইক্রোফাইবার কাপড় নিন আর পুরো বুকশেল্ফের ময়শ্চার দূর করতে মুছে নিন। হাওয়ায় শুকোতে দিন।
ধাপ 5 : আপনার বইগুলো পরিষ্কার করুন
আপনার বুকশেল্ফ হাওয়ায় শুকিয়ে যাওয়ার সময়, আপনার বইগুলো পরিষ্কার করে নিন। এবার বইগুলো বুকশেল্ফে গুছিয়ে রাখার আগে একটা পরিষ্কার মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করে সমস্ত ধুলো দূর করুন।
এইভাবে করুন! আপনার বুকশেল্ফ পরিষ্কার করা আগে কখনো এতটা সহজ ছিল না।
নিবন্ধটি মূলত প্রকাশিত