১) ভিনিগার
কাঠের আলমারিকে ঝকঝকে করার জন্যে ১ কাপ উষ্ণ জলে ১ চা চামচ ভিনিগার এবং ১ চা চামচ ডিশওয়াশ জেল দিয়ে ভালোভাবে মেশান| তারপর এটা স্প্রে বোতলে ভরুন| এখন এটা আলমারিতে ছেটান আর পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিন| এর থেকে আলমারি ঝকঝক করবে| মাসে এক বার এই প্রক্রিয়া অবশ্যই প্রয়োগ করুন|
২) নারকোল তেল
কাঠের আলমারি ঝকঝকে করার জন্যে আপনি নারকোল তেলও ব্যবহার করতে পারেন| এর জন্যে 1/4 কাপ নারকোল তেলে ৪ চা চামচ ডিস্টিল্ড হোয়াইট ভিনিগার এবং ২ চা চামচ লেবুর রস মেশান| এটা স্প্রে বোতলে ভরে ঝাঁকান আর আলমারিতে ছেটান| এখন পরিষ্কার, শুকনো কাপড় দিয়ে আলমারি মুছে দিন|
৩) অলিভ অয়েল
অলিভ অয়েল দিয়েও কাঠের আলমারি ঝকঝকে করা যেতে পারে| তার জন্যে বোতলে ১ কাপ অলিভ অয়েল আর ১ কাপ ভিনিগার ভালোভাবে মেশান| এখন পরিষ্কার, শুকনো কাপড় দ্রবণে চোবান আর আলমারিতে নীচে থেকে ওপর দিকে ভালোভাবে মুছে নিন| তারপর এটা শুকিয়ে যেতে দিন| আলমারি ঝকঝকে দেখাবে|
৪) কলার খোসা
আলমারি ঝকঝকে করার জন্যে আপনি কলার খোসাও ব্যবহার করতে পারেন| হ্যাঁ, সেই খোসা যেটা আপনি ডাস্টবিনে ফেলে দেন| এই কলার খোসা আলমারিতে ওপর থেকে নীচের দিকে ঘষুন| কিছুক্ষণ পর পরিষ্কার, শুকনো কাপড় দিয়ে আলমারি মুছে দিন| এর থেকে আলমারি ঝকঝকে দেখাবে|
৫) ওয়াক্স
যদি কাঠের আলমারির জৌলুস পুরোপুরি নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে বাজারে যে উডেন ওয়াক্স পাওয়া যায় তা দিয়েও ঝকঝকে হতে পারে| এর জন্যে সর্বপ্রথম উডেন ওয়াক্স কাপড়ে লাগান| এখন ওপর থেকে নীচের দিকে আলমারিতে কাপড় ঘষুন| এর ফলে আলমারি নতুনের মতো ঝকঝকে দেখাবে| আপনি ওক এবং দেবদারু কাঠের তৈরি আলমারি ঝকঝকে করার জন্যে বীজ ওয়াক্স ব্যবহার করতে পারেন| সেইসঙ্গে যদি ওয়াক্স বেছে নিতে আপনার অসুবিধা হয়, তাহলে কার্পেন্টারের সাহায্য নিন|
তাহলে এইভাবে ঝকঝক করবে আপনার কাঠের আলমারি, কেননা টিপ্স যে খুব কাজের!