Unilever logo

ফ্রন্ট লোডিং ওযাশিং মেশিনের লাভ আছে বিশেষ, সেটা কী জানেন আপনি?

আপনি কি ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিন কেনার কথা ভাবছেন, কিন্তু এর উপকারিতা জানেন না? তাহলে অবশ্যই জানুন আর সঠিক মেশিন বেছে নিন|

নিবন্ধ আপডেট হয়েছে

Advantages of a Front-Loading Washing Machine.

বাজারে বিশেষ করে দু ধরণের ওয়াশিং মেশিন দেখা যায়, টপ লোডিং এবং ফ্রন্ট লোডিং| দুটোরই নিজস্ব উপকারিতা আছে| আপনি ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিন কেনার কথা ভাবলে, এটার উপকারিতাও একবার অবশ্যই জেনে নিন, যাতে আপনি সঠিক ওয়াশিং মেশিন বেছে নিতে পারেন|

১) কাপড় কাচার ক্ষমতা

ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের কাপড় কাচার ক্ষমতা টপ-লোডিং মেশিনের তুলনায় বেশি হয়| আপনি এতে টপ-লোডিং মেশিনের থেকে বেশি কাপড় কাচতে পারেন| ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের এই বিশেষত্ব এটাকে টপ-লোডিং মেশিনের তুলনায় উৎকৃষ্ট করে| 

২) জল সাশ্রয়

টপ-লোডিং ওয়াশিং মেশিন কাপড় কাচার জন্যে প্রায় ৯০-১০০ লিটার জল ব্যবহার করে| সেখানে ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিন কাপড় কাচার জন্যে ৫০-৬০ লিটার বা তার থেকেও কম জল ব্যবহার করে| মানে এটা কিনে আপনি জলও সাশ্রয় করতে পারেন|

৩) বিদ্যুৎ সাশ্রয়

টপ-লোডিং মেশিনের তুলনায় ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিন অনেক কম বিদ্যুৎ ব্যবহার করে| এর ফলে বিদ্যুৎ সাশ্রয় হবে| 

৪) ডিটার্জেন্ট সাশ্রয়

যদি ডিটার্জেন্টের কথা বলেন তাহলে টপ-লোডিং মেশিনে যতটা লাগে তার 1/3 ভাগই ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিন ব্যবহার করে| মানে কম জলের সঙ্গে কম ডিটার্জেন্ট ব্যবহার করা ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের বৈশিষ্ট্য।

৫) কম সময়ে বেশি কাচা

টপ-লোডিং ওয়াশিং মেশিনের তুলনায় ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিন শুধুমাত্র বেশি কাপড় কাচে না, উপরন্তু সময়ও কম নেয়| মানে ফ্রন্ট-লোডিং মেশিন ব্যবহার করায় আপনি কম সময়ে বেশি কাপড় কাচতে পারেন| 

৬) কম আওয়াজ করে

টপ-লোডিংয়ের তুলনায় ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিন কম আওয়াজ করে| কেননা এতে ভাইব্রেশন কন্ট্রোল করার ফিচার থাকে| যা ড্রামের ভাইব্রেট হওয়া থামায়| পরিণামস্বরূপ আওয়াজও হয় না আর কম্পনের অভিযোগও ওঠে না|

৭) জায়গা সাশ্রয়

টপ-লোডিং ওয়াশিং মেশিনের তুলনায় ফ্রন্ট-লোডিং মেশিন কম জায়গা নেয়| তাই আপনার ঘর ছোট হলে, আপনি এটাকে আপনার প্রথম পছন্দ করতে পারেন|

তাহলে ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের উপকারিতা জানার পর আপনার নির্বাচন করা নিশ্চয়ই সহজ হয়ে গেছে|

নিবন্ধটি মূলত প্রকাশিত