Unilever logo

কিনবেন ফ্রীজ নতুন? তাহলে এইসব বিষযকে করবেন না অদেখা!

আপনি কি নতুন ফ্রিজ কিনতে চান? তাহলে এইসব টিপ্সের সাহায্যে বাড়িতে আনুন একটা সঠিক ফ্রিজ, যেটা আপনার পরিবারের জন্যে উৎকৃষ্ট|

নিবন্ধ আপডেট হয়েছে

Here's a Check-list For Buying a Refrigerator

আপনি কি নতুন ফ্রিজ কেনার কথা ভাবছেন? আর জানেন না পরিবারের জন্যে ভালো ফ্রিজ কীভাবে বেছে নেবেন? তাহলে আসুন, জানা যাক ফ্রিজ কেনার আগে সেটার কী কী বৈশিষ্ট্য পরীক্ষা করা জরুরি| সেইসঙ্গে এগুলোর সাহায্যে আপনি আপনার বাড়ির জন্যে ভালো ফ্রিজ কিনতে পারেন|

১) স্টোরেজের ওপর খেয়াল রাখুন

নতুন ফ্রিজ কেনার সময় সর্বপ্রথম স্টোরেজের ওপর খেয়াল রাখুন| আপনার পরিবার বড় হলে, পরিবারের সব সদস্যের প্রয়োজনীয়তার কথা খেয়াল রেখে বড় ফ্রিজ বেছে নিন| আর পরিবার ছোট হলে, ছোট ফ্রিজ কিনুন| এইভাবে, আপনার বাড়িতে ফ্রিজে রাখার জিনিস বেশি হলে, এমন ফ্রিজ নিন যার ফ্রিজার বড়|

২) বিদ্যুৎ সাশ্রয়ের কথা খেয়াল রাখুন

ফ্রিজ কেনার সময় বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপারেও বিশেষ খেয়াল রাখুন| এর জন্যে ফ্রিজের দরজায় লাগানো স্টার্স দেখুন| যত বেশি স্টার থাকে, তত বেশি বিদ্যুৎ সাশ্রয় করে| এইভাবে ফ্রিজ পছন্দ করার দ্বারা আপনি বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন|

৩) সঠিক আকার বেছে নিন

নতুন ফ্রিজ কেনার সময় আপনার ঘরে ফ্রিজ রাখার জন্যে কতটা জায়গা আছে, সেটারও খেয়াল রাখুন| আপনার কিচেনে বেশি জায়গা থাকলে, আপনি চওড়া এবং ডবল ডোর ফ্রিজ কিনতে পারেন| আর কিচেন ছোট হলে, সিঙ্গল ডোর বা সরু ডবল ডোর ফ্রিজ বাড়িতে আনুন|

৪) ফিচার্সের ওপর খেয়াল রাখুন

অনেক নতুন এবং আধুনিক ফিচার্স যুক্ত ফ্রিজ বাজারে পাওয়া যায়| কয়েকটাতে তাপমাত্রা অ্যাডজাস্ট করতে হয়, আবার কয়েকটাতে অটোম্যাটিক হয়, যেটাতে তাপমাত্রা আপনাআপনি অ্যাডজাস্ট  হয়ে যায়| তেমনই কয়েকটাতে বাইরের দিকে নল থাকে, যার দ্বারা আপনি গ্লাসে জল ভরতে পারেন| এর জন্যে আপনার ফ্রিজ খোলারও দরকার নেই|

৫) ওয়্যারেন্টির ওপর খেয়াল রাখুন

ফ্রিজ কেনার সময় সেটার ওয়্যারেন্টি, গ্যারান্টি এবং অন্যান্য নিয়ম ও শর্তের ওপরও মনোযোগ দেওয়া জরুরি| যদি আপনি চান যে আপনার ফ্রিজ বছরের পর বছর চলুক, তাহলে ভালো আর বিশ্বসনীয় কোম্পানির রেফ্রিজারেটরই কিনুন|

৬) উৎসবের সময় কিনুন

ফ্রিজ বা যে-কোনও ইলেক্ট্রনিক সামগ্রী উৎসবের দিনগুলোতে কিনুন, যেমন দীপাবলি, দুর্গাপুজো, নববর্ষ, ক্রিসমাস ইত্যাদি| এইসব বিশেষ উপলক্ষ্যে আপনি কোম্পানির দ্বারা দেওয়া ছাড়ের লাভ ওঠাতে পারেন|

আশা করি এইসব তথ্য নতুন ফ্রিজ কেনায় আপনাকে অবশ্যই সাহায্য করবে|  

নিবন্ধটি মূলত প্রকাশিত