উষ্ণ এবং আর্দ্র পরিবেশ পছন্দ ইঁদুরদের। তারা মেশিনের কাছে বা ভিতরে মারা যেতে পারে, যা থেকে দুর্গন্ধ ছড়াতে পারে, শট সার্কিট বা অন্য সমস্যা হতে পারে। ইঁদুরের হাত থেকে ওয়াশিং মেশিনকে নিরাপদে রাখতে এই সব টিপস জেনে রাখুন।
তার কেটে দিচ্ছে ইঁদুরে? ঘরোয়া টোটকায় ইঁদুরের হাত থেকে রক্ষা করুন আপনার ওয়াশিং মেশিন!
ইঁদুরেরা সহজেই আপনার ওয়াশিং মেশিনের ভিতরে আশ্রয় নিতে পারে। ধারালো দাঁত দিয়ে কেটে নিমেষে নষ্ট করে দিতে পারে তার বা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ।
নিবন্ধ আপডেট হয়েছে
শেয়ার করুন
১) খরখর শব্দ খেয়াল করুন
ইদুঁর সাধারণত জানালা দিয়ে ঘরে ঢোকে। দরজা দিয়ে খুব কমই ঢোকে। তাই জানালায় ছোটখাটো প্রাণীর আনাগোনা নজরে রাখুন।
২) ইঁদুরের প্রবেশপথ বন্ধ করুন
ইঁদুর হাফ ইঞ্জি গর্ত পেলেও ভিতরে ঢুকে যেতে পারে। সম্ভাব্য যে ফাঁকফোকর দিয়ে ইঁদুর ঢুকতে পারে, সেগুলি আঠা জাতীয় জিনিস দিয়ে অথবা স্টিলের তার দিয়ে বন্ধ করে দিন।
৩) আশপাশ পরিষ্কার রাখুন
ওয়াশিং মেশিনের আশেপাশে খাবারের টুকরো পড়ে থাকা মানে ইঁদুরদের সরাসরি নিমন্ত্রণ করা। আশপাশে পরিষ্কার করে ঝাঁট দেওয়া হয়েছে এবং খাবারের কণা বা টুকরো নেই, এটা নিশ্চিত করুন।
৪) তার, কর্ড ঢেকে রাখুন
কর্ডকে সুরক্ষিত রাখতে দেওয়ালের সঙ্গে আটকানোর ক্লিপ ব্যবহার করুন। এই সব তার-কর্ড ঢেকে রাখতে কনসিল্ড সার্জ প্রটেক্টারও ব্যবহার করতে পারেন।
৫) ঘরোয়া টোটকা ব্যবহার করুন
পিপারমেন্ট তেল খুবই কার্যকরী। তুলো দিয়ে বল বানিয়ে সেগুলি পিপারমেন্ট তেলে ভিজিয়ে নিন। যেসব জায়গায় ইঁদুরের আনাগোনা দেখতে পান, সেখানে ওই বলগুলি ছড়িয়ে দিন। গন্ধ কমে গেলে সেগুলি পাল্টে নতুন বল দিন।
নিবন্ধটি মূলত প্রকাশিত