টপ-লোডিং এবং ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের যুদ্ধে, বিজেতা ঠিক করাটা একটা কঠিন কাজ। দু’ধরনের মেশিনই ভালো পারফর্ম করে তবে শেষমেশ, আপনার প্রয়োজনের উপরে নির্বাচন নির্ভর করে।
প্রত্যেক রকমের ওয়াশিং মেশিনের সম্বন্ধে আরও ডিটেলে (বিস্তারিতভাবে) জানা যাক।
মার্কেটে বহু রকমের ওয়াশিং মেশিন পাওয়া যায়। এই লেখাতে, আমরা আপনাকে টপ-লোড বা ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন বেছে নিতে সাহায্য করব।
নিবন্ধ আপডেট হয়েছে
টপ-লোডিং এবং ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের যুদ্ধে, বিজেতা ঠিক করাটা একটা কঠিন কাজ। দু’ধরনের মেশিনই ভালো পারফর্ম করে তবে শেষমেশ, আপনার প্রয়োজনের উপরে নির্বাচন নির্ভর করে।
প্রত্যেক রকমের ওয়াশিং মেশিনের সম্বন্ধে আরও ডিটেলে (বিস্তারিতভাবে) জানা যাক।
ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের বেশি লোডিং নেওয়ার ক্ষমতা থাকার ফলে আপনি একটা ওয়াশ সাইকল-এ প্রচুর জামাকাপড় কাচতে দিতে পারেন। সুতরাং এখন, লন্ড্রির কাজ আপনার অর্ধেক দিন নিয়ে নেবে না, কয়েকটা লোডেই আপনার কাজ শেষ হয়ে যাবে।
প্রতিবার ধোওয়ার সময়ে একটা সাধারণ টপ-লোডিং মেশিন 90-100 লিটার জল ব্যবহার করে। অন্যদিকে, ফ্রন্ট-লোডিং মেশিন তার অর্ধেক বা তারও কম ব্যবহার করে। আরেকটা ব্যাপার হল, টপ-লোডিং মেশিনের তুলনায় এগুলো তিন ভাগের এক ভাগ বিদ্যুৎ এবং ডিটারজেন্ট ব্যবহার করে।
অনেক ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনে ফাইব্রেশন/কম্পন কন্ট্রোলের বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্য ভেতরের ড্রামটাকে সুস্থির রাখে যাতে পুরো মেশিনটা না কাঁপতে থাকে, এতে আপনার মেঝেও ভালো থাকে।
টপ-লোডিং ওয়াশিং মেশিনের সবচেয়ে আকর্ষণীয় সুবিধা হল এর দাম, ফ্রন্ট-লোডিং মেশিনের তুলনায় এগুলো অনেক বেশি সাধ্যের মধ্যে।
আপনার পিঠে যদি ব্যথা থাকে, তবে ঝুঁকে পড়ে জামাকাপড় মেশিনে ঢোকানো ও বার করার কাজটা যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারে। টপ-লোডিং আপনাকে মেশিনে একটা সুবিধাজনক উচ্চতা থেকে জামাকাপড় ঢোকানো ও বার করার সুযোগ দেয়, সাধারণত যা আপনার কোমরের উচ্চতার সমান।
আপনার এটা জানা হয়ে গেল! টপ-লোডিং বা ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিন বেছে নিতে আপনার যা কিছু জানা দরকার। আনন্দের সঙ্গে জামাকাপড় কাচুন!
নিবন্ধটি মূলত প্রকাশিত