রান্নাঘরে তেলের রান্না অনেক রাঁধা হয়, পরিণামস্বরূপ কাচের বয়াম চিটচিটে হয়ে যায়|
আপনার রান্নাঘরে রাখা বয়ামেরও কী এই হাল? তাহলে এখনই রাখুন খেয়াল, যাতে বারবার পরিষ্কার না করতে হয়|
রান্নাঘরে রাখা কাচের বয়াম কি তেলের জন্যে চিটচিটে হয়ে গেছে? হ্যাঁ হলে, এইসব পদক্ষেপ ব্যবহার করুন এখনই|
নিবন্ধ আপডেট হয়েছে
রান্নাঘরে তেলের রান্না অনেক রাঁধা হয়, পরিণামস্বরূপ কাচের বয়াম চিটচিটে হয়ে যায়|
আপনার রান্নাঘরে রাখা বয়ামেরও কী এই হাল? তাহলে এখনই রাখুন খেয়াল, যাতে বারবার পরিষ্কার না করতে হয়|
কাচের বয়াম পরিষ্কার করার জন্যে সর্বপ্রথম বয়ামে ভরা জিনিস বের করে নিন আর কাপড়ের থলিতে ভরে সুরক্ষিত জায়গায় রেখে দিন|
এখন একটা বালতি নিন| তার মধ্যে ২ কেটলি উষ্ণ জল ঢালুন| তারপর বালতিতে ২ চামচ ডিশওয়াশ জেল দিন আর ভালোভাবে মেশান|
এখন, তৈরি দ্রবণে ৫ মিনিটের জন্যে কাচের বয়াম রেখে দিন| গরম জলে এর চিটচিটেভাব পরিষ্কার হয়ে যাবে|
মোলায়েম স্পঞ্জের সাহায্যে কাচের বয়াম হাত দিয়ে হালকা ভাবে পরিষ্কার করুন যাতে বয়ামের ওপর কোনও রকম আঁচড় না লাগে|
এখন বালতি থেকে বয়াম তুলে নিন আর পরিষ্কার জলে ধুয়ে উপুড় করে রেখে দিন, যাতে পুরো জল ঝরে যায়|
এখন পরিষ্কার এবং শুকনো কাপড় দিয়ে বয়াম মুছে নিন| তারপর পুনরায় জিনিস ভরে রেখে দিন|
তাহলে হয়ে গেলো তো আপনার কাচের বয়াম আয়নার মতো ঝকঝকে!
নিবন্ধটি মূলত প্রকাশিত