গাড়িকে নতুনের মতো বজায় রাখার জন্যে, প্রত্যেক বার নির্দিষ্ট সময়ের ব্যবধানের পর গাড়ি সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার দরকার হয়| কিন্তু আমরা বিশেষ করে আপনার জন্যে কিছু এমন পেশাদার টিপ্স এনেছি, যা দিয়ে আপনি বাড়িতে বসে গাড়ি পরিষ্কার করতে পারেন| কীভাবে? ঠিক এইভাবে!
গাড়ী নিজে করুন পরিষ্কার যাতে গর্বের অনুভূতি হয নিজের ওপর!
কয়েক মাস আগেই কেনা আপনার গাড়ি কি অপরিষ্কার দেখাচ্ছে? তাহলে প্রতিবার এইভাবে পরিষ্কার করুন, যাতে পুনরায় আপনার গাড়ি নতুনের মতো দেখায়|
নিবন্ধ আপডেট হয়েছে
শেয়ার করুন
১) গাড়ির চাকা পরিষ্কার করুন
গাড়ির চাকা পরিষ্কার করার জন্যে ১ বালতি জলে ১ চা চামচ শ্যাম্পু মেশান আর দ্রবণ বানান| তারপর স্পঞ্জ বা স্ক্র্যাবের সাহায্যে চাকা পরিষ্কার করুন আর তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিন| এর ফলে গাড়ির চাকা ঝকঝক করবে|
২) গাড়ির সিট পরিষ্কার করুন
গাড়িতে দু ধরণের সিট হয়| এক লেদার আর দুই কাপড়ের| লেদার সিট পরিষ্কার করার জন্যে ১ কাপ ভিনিগারে ১ কাপ সাবান-গোলা জল দিয়ে মেশান| এতে সুতির কাপড় ভিজিয়ে নিয়ে রগড়ে সিট পরিষ্কার করুন| কাপড়ের সিটের কভার খুলুন আর ওয়াশিং মেশিনে ৪ কাপ ওয়াশিং পাউডার দিয়ে কেচে নিন|
৩) কাচ আর আয়না পরিষ্কার করুন
আপনার গাড়ির জানলাগুলোর কাচ আর গাড়ির আয়না চকচকে করার জন্যে ৩ কাপ ভিনিগারে ১ কাপ জল মিশিয়ে দ্রবণ তৈরি করুন| এখন তৈরি দ্রবণ স্প্রে বোতলে ভরে কাচ আর আয়নার ওপর ছেটান| তারপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন| এর ফলে কাচ আর আয়না ঝকঝকে দেখাবে|
৪) ড্যাশবোর্ড পরিষ্কারের ওপর নজর দিন
ড্যাশবোর্ড নোংরা হলে বা তার ওপর কোনও রকম দাগ পড়লে, অলিভ অয়েল এবং লেবুর রস সমান অনুপাতে মেশান| এই দ্রবণে পরিষ্কার সুতির কাপড় ভিজিয়ে নিয়ে ড্যাশবোর্ড পরিষ্কার করুন|
৫) হেডলাইট মুছে নিন
হেডলাইট পরিষ্কার করার জন্যে বাড়িতে থাকা যে-কোনও টুথপেস্ট হেডলাইটের ওপর লাগান আর কিছুক্ষণ পর গরম জলে ভেজানো কাপড় দিয়ে টুথপেস্ট পরিষ্কার করুন| তারপর শুকনো কাপড় দিয়ে পুনরায় মুছে নিন|
তাহলে এইসব সহজ উপায়ে হয়ে গেলো আপনার গাড়ি একদম পরিষ্কার|
নিবন্ধটি মূলত প্রকাশিত